পাতা:আমার জীবন.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 আমার জীবন সিন্ধু মধ্যে যেন একবার তরঙ্গে পড়িয়া পুনর্বার ভাসিয়া উঠিতেছি, এই প্রকার আমার মনের ভাব ছিল । আমার মন সর্বদা প্রায় আনন্দেই পরিপূর্ণ থাকিত । এই ১৮ বৎসর আমার শরীরের অবস্থা এবং মনের ভাব প্রায় একমতই চলিয়াছে । পরে ক্রমে আমার বয়ঃক্রম ৪• বৎসর হইলে আমার বড় ছেলে বিপিনের বিবাহ দিয়া পুত্রবধূ ঘরে আনা হইল । সে কি পর্যন্ত আহলাদিত হইলাম, তাহা বলা যায় না, আনন্দরসে শরীর একেবারে ঢলঢল হইল। আমি আবার পুত্রবধুর শাশুড়ী হইলাম। আমার আনন্দের আর সীমা থাকিল না। ঐ সময় আমি প্রাচীন দলে পড়িলাম। আমি ঐ ৮০ বৎসরের পর বৎসর পিত্রালয়ে ছিলাম। পরে পরাধীন হইয়। ২৮ বৎসর এক প্রকার বড হইয়াই ছিলাম। এই অবস্থায় আমার ৪০ বৎসর গত হইয়া গিয়াছে । এত দিবস আমার শরীরের অবস্থা, মনের ভাব একপ্রকার ছিল : কিন্তু ক্রমে ক্রমে আমার মনের প্রাচীনতা ভাব উদয় হইতে লাগিল । তখন আমার শরীরের অবস্থা, মনের ভাব যে প্রকার ছিল, এখন তাহার কিছুই নাই । যেন সে শরীর সে মনই নয় । আমি মনোমধ্যে ভাবিতে লাগিলাম, আহা ! পরমেশ্বরের কি আশ্চর্য কৌশল । যদিও তথন এককালে বৃদ্ধাবস্থা প্রাপ্ত হই নাই, তথাপি পূর্বাপেক্ষ শরীরের ও মনের অবস্থা অনেক পরিবর্তিত হইয়া গিয়াছিল । আমি এই সমুদয় শরীরের ও মনের ভাব-ভঙ্গী পর্যালোচনা করিতে লাগিলাম ! আমার এই মন কি প্রকারে এত ভাব অবলম্বন করিল। আমার মন সর্বদ ভয়ে কম্পিত হইত, সে ভয় আমার মনে কে দিয়াছিল, আবার কাহার বল অবলম্বন করিয়াই বা সে প্রবল ভয় পরাস্ত হইল ? আর আমি মনে মনে ভাবিয়া দেখিলাম, পুর্বে রাত্রে আমি এক ঘরের বাহির হইতে পারিতাম না, দুইজন লোক আমার সঙ্গে সঙ্গেই থাকিত । তথাপি আমার মনের ভয় যাইত না । এখনও আমি সেই আছি এবং আমার মনও সেই মন আছে । তবে কেমন করিয়া এত সাহস, এত বল প্রাপ্ত হইলাম ? আমি ইহার মর্ম কিছুই জানিতে পারিলাম না । হায় ! এ কি আশ্চর্য ! এ অভয় দান আমার মনকে কে দিয়াছে ।