পাতা:আমার জীবন.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

`यांशांख्र खेौनि q e. দেবঋষি বেদে কয়, তুমি দীনদয়াময়, দয়াময় নামে যেন কলঙ্ক না হয় হে | নামের কলঙ্ক তার, ভয়ান্বিত অবলার রক্ষা হেতু ওহে নাথ করহ উপায় হে ॥ স্বপ্ন-বিবরণ পরমেশ্বরের স্থষ্টির মধ্যে যাহা কিছু দেখা যায় তাহ সমুদয় ভাবিয়া দেখিলে বোধ হয়, যেন সকলি স্বপ্ন। বাস্তবিক স্বপ্নে লোকে নানা প্রকার আশ্চর্য ব্যাপার দেখিয়া থাকে । যখন জাগিয়া দেখে, তখন কিছুই নাই। সেই প্রকার পৃথিবীতে যত কিছু দেখা যায়, দেখিতে দেখিতেই নাই । অতএব বিবেচনা করিয়া দেখিলে সকলি স্বপ্ন তুল্য বোধ হয়। তন্মধ্যে এই একটি কথা আছে, স্বপ্ন দুই প্রকার, জাগ্রত স্বপ্ন, আর নিদ্রিত স্বপ্ন। এক দিবস রাত্রিযোগে জগন্নাথ মিশ্র নিদ্রাবেশে স্বপ্ন দেখিতেছেন যে, তাহার পুত্র নিমাঞীর্চাদ যেন মস্তক মুগুন করিয়া সন্ন্যাসী হইয়া নবদ্বীপ ছাড়িয়া গিয়াছেন । এই স্বপ্ন দেখিয়া জগন্নাথ মিশ্র নিদ্রাবেশেই নিমাএী “নিমাঞী বলিয়। উচ্চৈঃস্বরে রোদন করিয়া উঠিলেন। ঐ স্বপ্নে তিনি যে প্রকার দেখিয়াছিলেন, বাস্তবিক সেই সমুদয় ঘটনা সত্য হইল । সূর্যবংশীয় রাজা দশরথমৃত ভরত যখন র্তাহার মাতুলালয়ে ছিলেন, তখন রামচন্দ্র বনগমন করাতে রাজা দশরথ সেই শোকে প্রাণ পরিত্যাগ করেন এবং রামচন্দ্রের সঙ্গে জানকী ও লক্ষ্মণ যান। যস্ততঃ রাজা দশরথের মৃত্যু হইয়াছে এবং রাম লক্ষ্মণ সীতা তিনজনই বনবাসে গিয়াছেন । আর অযোধ্যায় সকল লোক হাহাকার করিয়া রোদন করিতেছে। ভরত মাতুলালয়ে থাকিয়া নিঞ্জাবেশে এই সকল স্বপ্ন দেখিয়া ক্রন্দন করিতে কল্পিতে জাগিয়া উঠিলেন। কি আশ্চর্য । ভরতের স্বপ্নে যে সকল ঘটনা ঘটিয়াছিল, প্রাতে উঠিয়া শুনিলেন, সেই ●थकब्र गत्रूकब्र षङ्गेना थमैिब्रांटझ् ।