পাতা:আমার জীবন.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वांशांब्र छौदन ዓ> কাদাময় হইয়া গিয়াছে । আমি যেন তাড়াতাড়ি উঠিয়া দেখিতে লাগিলাম। আমি যে পারে এতক্ষণ ছিলাম, এক্ষণে যেন সে পারে নাই, আমি যেন গঙ্গার ওপারে গিয়াছি। ঐ নৌকাখানাও যেন গঙ্গা পর হইয়া আসিতেছে । আমি ঐ নৌকার উপরে আমার প্যারীলালকে দেখিয়া কি পর্যন্ত আহলাদিত হইলাম, তাহা এক মুখে বলা ফুষ্কর। আমার শরীরে যেন তখন কত বল হইল। আমি উঠিয়া দাড়াইয়া প্যারীলাল বলিয়া ডাকিয় ডাকিয়া কাদিতে লাগিলাম । তখন আমি যেন পাগলিনীর প্রায় হইয়াছি। পরে ক্রমে ক্রমে ঐ নৌকা আসিয়া কূলে লাগিল। তখন আমি আমার প্যারীলালকে -দখিয়া পুর্বের ঐ সকল কথা স্মরণ করিয়া কত প্রকার খেদোক্তি করিতে করিতে কাদিতে লাগিলাম । আমার প্যারীলাল যেন আমাকে অতান্ত বিপদে দেখিয়া মহাদুঃখে অধোবদনে দাড়াইয়া রহিল। আমি vযন সম্পূর্ণ উন্মত্ত হইয়া কাদিতে কাদিতে উচ্চৈঃস্বরে ‘প্যারী আয় রে ' বলিয়া ডাকিতেছি, কিন্তু প্যারীলাল তাহাতে কোন উত্তর দিতেছে ন। অনেকক্ষণ পরে গঙ্গার চরের উপরে আমার নিকটে আসিয়া হাত মলিনবদনে মুছস্বরে বলিল, মা পুথি শুনিবেন। আমি আমার প্যারীলালের মুখের কথা শুনিয়া এবং আমার প্যারী জীবিত আছে uদখিয়া যেন এককালে স্বর্গের চন্দ্র হাতে পাইলাম। ঐ স্বপ্লাবেশেই আমি মহা পুলকিত মনে উঠিয়া প্যারীলালকে কোলে ঝাপটিয়া ধরিয়া বলিলাম, কোথ। পুথি হইতেছে, চল, আমি শুনিব। প্যারীলাল বলিল, তবে আমার সঙ্গে চলুন, এই বলিয়া প্যারীলাল আমার আগে আগে যাইতে লাগিল । আমি তাহার পাছে পাছে চলিলাম। এই প্রকার যাইতে যাইতে দেখিলাম, সম্মুখে যেন একটা রাজার বাড়ী দেখা যাইতেছে । আমরা ক্রমে ক্রমে যাইয়া সেই বাটীর মধ্যে উপস্থিত হইলাম। সে বাটতে দেখিলাম, কত উত্তম উত্তম দালান ও কোঠা রহিয়াছে। তাহাতে নানা প্রকার চিত্রৰিচিত্র দ্রব্য সকল ঝলমল করিতেছে। আর একটি মুদৃগু দালান দেখিলাম। সেই দালানটির अरब डेउम अकथानि निरशगन धखउ ब्रहिशंtझ् । उशइ छछूर्मिक