পাতা:আমার জীবন (চতুর্থ ভাগ) - নবীনচন্দ্র সেন.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

so আমার জীবন। কৃষক পালে পালে আসিল । সকলে জলাশয়টি দেখাইয়া বলিল“আমাদের জল কষ্ট একবার চক্ষে দেখিয়া ব্লউন ! এ জলাশয়টি লোকাল বোর্ডের টাকায় পরিষ্কার করাইয়া দিলে এ দুটি গ্রামের লোক জল খাইয়া বাঢ়িবে।” আমি কৃষকদের লক্ষ্য করিয়া বলিলাম-“তোমরা যদি একবেল| সকলে মিলিয়া এই পুষ্করিণীটি পরিষ্কার কর তাহা হইলোেত আর তোমাদের জলকষ্ট থাকে না।” উত্তর-"কর্তা । আমরা উমিলোক। আমরা কি এ কার্য করিতে পারি " আমি বলিলাম"ইহার জহুত নবদ্বীপের ভট্টাচার্য্য আবশ্যক করে না । পুষ্করিণী পরিষ্কার করিতে ত ফ্রায়শাস্ত্রের প্রয়োজন নাই।” তাহারা চুপ করিয়া রহিল। DBBBBLB DDBDBD LYS SDDD DBSBDD S BDBDuuBDD BBDDSDD জীবনের জন্য তাহারা একবেলা যে বিনা পয়সায় খাটবে, এই গুরুতর স্থার্থ ত্যাগ তাহাঁদের দ্বারা হইবার নাহে । দেশের অধঃপতন ঘটিয়াঁছে। কিছু দুই গেলে একটি সুন্দর চাকমিলান বাড়ী দেখিলাম। সেখান হইতে একটি 'ভদ্রলোক অকস্মাৎ বাহির হইয়া আমাকে নমস্কার করিলে সঙ্গীরা বলিলেন তিনি গৃহস্বামী । আমার বোধ হইল তিনি আকাশ হইতে iDD DBLSSSDBDB Duu BuBD gBtB D LDLY S EDDB মধ্য দিয়া একটি সরু পথ । তিনি এই পথ দিয়া নিৰ্গত হইতে আমি তাহাকে দেখিতেই পাই নাই । আমি তাহাকে বলিলাম-আপনি কি আকাশ দিয়া আসিলেন । আপনার বাষ্ঠীর সম্মুখে তা এ জঙ্গল। এ বাড়ী আমার হইলে আমি এখনই দা হন্তে এই বন কাটিয়া খাণ্ডব দাহন কিরিতাম ।” তাহার কৈফিয়ােতও মেলেরিয়া । মেলেরিয়া ঠাহীদের এ দুরবস্থা ঘটাইয়াছে। জঙ্গল একবার কাটলে উহা মেলেরিয়ার দোষে আবার গুণ্ডার। আমার বোধ হয় ইহার পর এ সকল স্থানে ভূমিকম্প কি কোনও কুল রমণী কুলত্যাগ করিলেও ইহাৱা মেলেরিয়ার ל",\