পাতা:আমিষ ও নিরামিষ আহার প্রথম খণ্ড.djvu/৪৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিভাষা ।
৩৭৩
কোয়া—— যথা কমলানেবুর কোয়া বা রসুনের কোয়া।
কোষ বা কোশ—— রাঁধিবার কালে এক হাতে করিয়া যে জল অথবা অন্য কোন দ্রব্য দিই তাহাকে কোষ বা কোশ বলে।
খণ্ড কাটা—— ডুমা ডুমা টুকরা কাটা।
খচা-খচা—— অর্থাৎ আধ-বাঁটা করিয়া বাঁটা। মিহি বাঁটা নয়।
খট খটে—— কোন জিনিশ ভাল রূপ ভাজা হইলে তাহাকে খট খটে বা কড় কড়ে ভাজা বলে।
খামির—— মাল্পোয়া প্রভৃতি কিম্বা কোন রকম ভাজা-ভুজির জন্য যে গোলা প্রস্তুত করা হয় তাহাকে খামির বলে।
খাসা ময়দা—— যে ময়দা হইতে একেবারে সুজি ঝাড়িয়া ফেলা হয় না। বোম্বাই ময়দা বা কারাচি ময়দা।
খাঁড়ি মসুর—— আস্ত বা গোটা মসুর।
খাঁটি দুধ (নারিকেলের)—— কোরা নারিকেলে জল না মিশাইয়া খুব নিংড়াইয়া যে তাহার দুধ বাহির করা হয়।
খোলা—— খোসা। ভাজিবার পাত্র। ক্রিয়ার্থে খুলিয়া ফেলা।
খোলা পুরু—— যেমন খোলা-পুরু পটোল। সকল পটোলের খোলা পুরু হয় না। সেই জন্য