পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 。ゲ আমেরিকা ভ্রমণ অস্বাভাবিক লক্ষণ, যেমন গুম্ফ, দাড়ি প্রভৃতি প্রকাশিত হয় । * এরূপ “গুম্ফযুক্ত” co-edকে আমাদের ক্লাসে প্রায়ই দেখিতাম , মেয়েদের আবাসের যিনি তত্ত্বাবধায়ক, তাহার প্রথম কর্ত্তব্য প্রত্যেক মেয়ে নিয়মমত কোনরূপ ব্যায়াম করিতেছে কি না তাহ দেথা । বিশ্ববিদ্যালয়ে যখন কোন একটা মেয়ে ভর্ত্তি হইবার জন্ত আসে, তাহাকে blank কর্ডে নিম্নলিখিত প্রশ্নসকলের উত্তর লিখিয়া ঐ কার্ডটা সঙ্গে লইয়া স্বাস্থা পরীক্ষার জন্ত উপস্থিত হইতে হয় । যদি কাহারও শরীর মধ্যে কোন ব্যাধি থাকে তাহ হইলে স্বাস্থা অধ্যক্ষের উপদেশ মত সে সম্বন্ধে বাবস্থা দে ওয়া হয় :--- مسسسسسسسسسسسسسسس R}ة জন্ম তারিখ তোমার চেহার তোমার পিতার মতন, না তোমার মাতার মতন, বা বংশের মধ্যে অন্ত কাহার মতন ?—তোমার পিতা জীবিত ?—তাতার স্বাস্থ্য কিরূপ ?-- তিনি মৃত ?—কি অঞ্চথে মারা যান ?--তামার মাত! জীবিত ?—র্তাহার স্বাস্থ্য কি রূপ ?--তিনি মৃত ?—কি অসুখে মারা যান ?--তোমার ক’ট ভাই ও বোন ?- কি ব্যারামে ঠহাদের মৃত্যু श्ध्र ?-- তুমি সহরের মেয়ে ?—ন পল্লিগ্রামের ?--কি কি পীড়ায় তুমি শয্যাশায়ী হঠয়াছিলে ? -- তোমার ক্ষুধা স্কয় ? তোমার কি অজীর্ণরোগ আছে ?—তোমার কি কোষ্ঠবদ্ধত হয় ?—তুমি নাক দিয়া সহজে নিঃশ্বাস ফেলিতে পার ?--তোমার কি মাথা ধরে ?—তোমার চক্ষুর বা কর্ণের কোন পীড়া আছে ?—তুমি কখন মৃচ্ছ গিয়াছিলে ?– তুমি কি |

  • বৈজ্ঞানিকের বলেন যে সকল স্ত্রীলোক ডিম্বশোষবিহীন তাহদের এইরূপ অস্বাভাবিক লক্ষণ দেখা যায়। তাহদের ঋতু ইহতে পা, কিন্তু গর্ভাধান হইতে *ौtद्र नां । -