পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆ "రిచి আমেরিকা ভ্রমণ "য়াহারা ঐসব কাজ করেন র্তাহাদিগকে কেহ ঘূণার চক্ষে দেখেন না । র্তাহীদের যেমন সম্মান, আদর আর র্যাহারা self-supporting ( স্বাবলম্বন ) নহেন তাহাদের ও তেমনি সম্মান ও আদর । কর্ণেল ওয়েরিংএর নাম শুনিয়াছেন, তিনি নিউইয়র্ক সহরের রাস্তা পরিষ্কারের কাজ করিতেন । আমেরিকার এক millionaire (ক্রোরপতি ) তাহার ক্রোরপতি হইবার পুর্ব্বে তিনি রেলরাস্তায় লোহা পিটাইতেন । আমেরিকাতে গুণের আদর ও পরিশ্রমী ব্যক্তির আদর ষথেষ্ট । যে সব ভারতীয় ঐ ভাবে জীবন কাটাইয়া দেশে ফিরিয়াছেন, তাহারা সকলেই usefully employed 1 কে না বলিতে পারে যে র্তাহীদের মধ্যে কেত a cos ssasso &#sofs & “From log cabin to Whitehouse” এর মতন বড় সম্মানিত লোক না হইতে পারেন ? আমার এই পরিচ্ছেদ পাঠে অনেকে হয়ত মনে করিতেছেন, “তবে আমেরিকায় ঘাই, সেখানে গিয়ে টাকা করি ও বিদ্যা শিথি।” আমি তাহাদিগকে সতর্ক করিয়া দিতেছি যে আমেরিকাতে ভারতীয়দের কাজ পাওয়া বড় সোজা নহে, যেহেতু আমাদের রং কালো, তবুও যে ভারতীয়ের পান সেটা তাহাদের “special skill” আছে বলে। পাঠক পাঠিকা, যদি আপনাদের special skill থাকে তবে “পাড়ি” দেন । নতুবা আমার এই পুস্তক পড়িয়া ক্ষান্ত হউন।