পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ * 8 (t কর্ম্মচারীগণ র্যাহারা ঐ পত্রে endorse করিয়া দিয়াছিলেন র্তাহাদিগের নিকট যে কত কৃতজ্ঞ তাহা আমি বাক্যে বর্ণনা করিতে পারি না । ঐরূপ চিঠি থাকা সত্ত্বেও আমি যখন কোন একটি নূতন Stateএ প্রবেশ করিতাম তখনই কেবল মার্কিন হাটের পরিবর্তে ready-made লাজযুক্ত সিস্কের পাগড়ী মাথায় দিতাম আর বাকি পুরো আমেরিকার পোষাক থাকিত । বাঙ্গালীর জাতীয় head dress পাগড়ী নহে, তবে স্বামী বিবেকানন্দ পাগড়া ব্যবহার করতেন বলিয়া আমরাও তাহাই করিতাম । এই পাগড়ী মাথায় দিলে মার্কিনরা আমাদিগকে ভদ্রবংশের লোক বা রাজপুত্র মনে করে । এই পাগড়ী আমাকে দক্ষিণ অঞ্চলে অত্যন্ত p6pular করে । ইলিনয় বিশ্ববিদ্যালয়ের নিকটবর্ত্তী ষ্টেসন Champaign ছাড়িয়া টেক্সেসি ষ্টেটের অন্তর্গত মেমফিস ঃেসনে শ্বেতাঙ্গদের অপেক্ষা করিবার ঘরের জানাল (white window ) হটতে যখন আমি টিকিট কিনিবার জন্ত দাড়াইলাম, তখন রেলওয়ে পুলিস বাঘের মতন আমার নিকট লাফাইয় আসিয়া বলে, “আপনি এখানে কি করিতেছেন ? এ জানাল। দিয়া আপনাকে টিকিট দেওয়া হইবে না, আপনি কাল লোকদিগের অপেক্ষা করিবার ঘরের জানাল হইতে টিকিট ক্রয় করুন।” তদুত্তরে আমি বলিলাম, “আপনি যাই। মনে করিতেছেন আমি তাহ নহি অর্থাৎ নিগ্রেী নহি, এই official পত্রখানি পড়ন।” সে পুলিস বুকিং ক্লার্ককে ডাঃ হপকিনের চিঠি পড়াইয়া শুনাইয়া দিল এবং আমাকে চিঠি ফেরৎ দিয়া বলিল, “যাহা হউক আমরা অবাক হইলাম ।” তখন আমি "সাদা জানালা” হইতে টিকিট পাইলাম। একবার একটা জংসন ঃেসনে আমাকে গাড়ী পরিবর্তন করিতে হয়, প্লাটফরমে reporter ছিলেন, তিনি আমাকে আমার নাম, ব্যবসা ও কি উদ্দেশু্যে আমি দক্ষিণ অঞ্চল ভ্রমণ করিতেছি তাহা জিজ্ঞাসা করেন। } e