পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8b" আমেরিকা ভ্রমণ কসাইয়া লই । এইরূপে কালা পেড়ে ধুতি ও চাদর তৈয়ারী করাতে আমার ২৫ টাকা খরচ পড়ে। ৩১শে আগষ্ট আমার বক্তৃতা দিবার দিন ছিল। সে রাত্রিতে এক ঘণ্টা বক্তৃতা দিয়া খরচ বাদে আমার ২৮০ টাকা লাভ হয় । * (পাঠক পাঠিকারা আমার কথা কি বিশ্বাস করিবেন ? ) ঐ বক্তৃতা দিয়া আমার হাতে যখন টাকা হইল, তখন EUfa Stuttgart *lfsEntsi FfHsi Louisiana State ERel sfs 1 Alexandriaতে “সাদ দরজা” দিয়া প্রবেশ করিতে ছিলাম, তখন রেলওয়ে কর্ম্মচারী বাধা দিয়া বলিল, “আপনি কাল দরজা দিয়া ঢুকুন।” আমি উত্তরে বলিলাম, “আপনি যাহা মনে করিতেছেন আমি তাহ! নহি । সাদা গাড়ীতে যাই বার আমার হুকুম আছে ” এই বলিয়া সেই পত্রখানি পড়িতে দিলাম, তখন তিনি বলিলেন, “আচ্ছা, তবে প্রবেশ করুন।” হঠাৎ একটা পাগড়ীধারী কাল হিন্দু সাদা গাড়ীতে প্রবেশ করিয়া বসাতে একটা শ্বেতাঙ্গ আমাকে বলেন, “আপনি মহাশয় ভূল গাড়ীতে উঠেছেন।” আমি তাহার উত্তরে “আমি ঠিক গাড়ীতে উঠিয়াছি” বলিয়া পত্রখানি পড়িতে দিলাম। তখন তিনি বলিগেন, “এই সর্ব্ব প্রথম আমি হিন্দু ভদ্রলোক দেখিলাম।” এই বলিয়া তিনি, র্তাহার স্ত্রী আর যত লোক ছিলেন সকলকার সহিত আমাকে তখনই আলাপ করা হয় দিলেন । দেখুন হিন্দু নামের কি মহিমা ! affn Crowley afts co-sca United States Rice Experiment Station, Crowley Citizens’ Rice Mill, American Rice Mill আছে, তথায় আসিয়া পৌছি। Crowley ষ্টেসনের সবলোক পাগড়ীধারী হিন্দুর দিকে ফ্যালফ্যাল করিয়া তাকাইতে লাগিল ও যার যা

  • আমার ঐ বক্ততার report ১৯১১'র ৭ই সেপ্টেম্বর তারিপের Daily Arkansawyer, Stuttgart, Arkansascos 2-Effers sa, 8 zsoltz sfeștztą Indian Messengers s zorffet E sq |