পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ > 2) একদিন টেলিফেঁ। করিয়া বলেন, “আমার অপেরা হাউসে “ভারতবর্ষ” সম্বন্ধে আপনি বক্তৃতা দিউন, ਬੀ টাকার টিকিট বিক্রয় গুইবে তাহার একতৃতীয় অংশ আপনাকে পারিশ্রমিক স্বরূপ দিব।” আমার তখন টাকার অভাব, আমি তাহাতেই রাজী হইলাম। র্তাহারা আমার বক্ততার বিজ্ঞাপন “The Daily Signal”এ প্রকাশিত করেন । অপেরা হাউসের সুমিনে আমার পাগড়ী মাথায় দেওয়া একখানি বড় চেহারা আঁকিয়া রাখিয়া দেওয়া হয় যাই তে সে রাত্রে খুব জনতা হয় তাহার চেষ্টা স্বত্ত্বাধিকারী করিতে লাগিলেন। আমি নির্দিষ্ট দিনে ধুতি চাদর পরিয়া বক্তৃতা দিই। বক্তৃতার পর অপেরা হাউসের স্বত্ত্বাধিকারী আমাকে বলেন, “টিকিটগুলি গুণিয়া দেখুন, মোট কত টাকা উঠেছে।" আমি বলিলাম, “আমি বক্ততা দিয়া ক্লান্ত হইয়া পড়িয়াছি, আমি জানি মাকিনর জগতের মধ্যে খুব বিশ্বাসী লোক, আপনারাই গুণে আমার যাহা প্রাপ্য তাহ দেন ।” তদুত্তরে তিনি বলেন, “না, আপনার মনে সন্দেহ হইতে পারে । আপনি দেশে ফিরে গিয়ে বলতে পারেন যে আমরা আপনাকে ফাকি দিয়াছি । আপনি নিজে গুণে দেখুন কত টাকার টিকিট বিক্রয় হইয়াছে, সেই মত আপনার প্রাপ্য লউন ।” আমি যখন কিছুতেই তাহদের কথায় সন্মত হইলাম না, তখন র্তাহারা নিজেরা গুণিয়া আমাকে ১৫০ টাকা দেন । দেখুন তাহারী কিছুতেই আমাকে ফাকি দিতে চাহেন না । এমন গুণ না থাকিলে আজ ঐ জাতি এত বড় কথন হইতে পারিত না । আমার ঐ বক্তৃতার রিপোর্ট ১৯১১'র ৩০শে সেপ্টেম্বরের Daily 'Signalএ সর্ব্ব প্রথম প্রকাশিত হয় । উহা হইতে ১৯১১'র ध्हे অক্টোবরের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের “The Daily lilini” পুন: প্রকাশিত করে । উহার হেডিং গুলি অদ্ভূত ছিল, সেইটুকু মাত্র ঐ দুই সংবাদ-পত্র হইতে উদ্ধৃত করিয়া দিতেছি । প্রথমটীতে এই হেডিং স্থল--