পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> আমেরিকা ভ্রমণ “The Hindu Lecturer. Scholar from mysterious East entertains a large audience.” শেষেরটাতে হেডিং ছিল, ‘Sinha on a lécture tour—Hindu graduate of Illinois speaks in Louisiana” ১০ই অক্টোবরে Crowley ছাড়িয়া আমি Lafayette—ইক্ষু চাষের কেন্দ্রে আসিয়া পৌছি । Oddessa নামে একটা বড় হোটেলে আমি উঠি । এখানে আমার দিন ৭ টাকা করিয়া দিতে হঠত । একদিন পাগড় মাথায় দিয়া Lafayette হার্চ স্কুলের পাশ দিয়া যাইতে ছিলাম, সে সময় স্কুলের ছাত্রদের অল্পক্ষণের টিফিনের ছুটা ছিল । তাহারা সব আমার মাথায় পাগড়ী দেখিয়া হাসিয়া গড়াগড়ি, তই এক জন ঢিল ও ছুড়িল, তবে আমার গায়ে লাগে নাই। আমি তাহাদের অগ্রাহ করিয়া চলিলাম । পথে একটা ৯ বৎসরের মেয়ে আমাকে দেখিয় তাহার মাকে afoto cofol, “Mammy Mammy Here comes a show maa” ( মা ! মা ! তামাস দেখাই বরে ভদ্রলোক এদিকে আসছেন ) । «ffä qä *qt &fa# *tfát*, *ffär's American Sugar Refining Co’র ইক্ষুর ক্ষেত, তাচাদের কলে মাকমাড়াই ও চিনি তৈয়ারী দেখিতে চলিলাম। প্রত্যঙ্গ lunch থাইয়। আমি Refineryতে শিক্ষা করিতে আসিতাম। একদিন Lafayette হাই স্কুলের শিক্ষয়ুত্রীগণ আমাকে তাহীদের ছাত্র ও ছাত্রীদের নিকট বক্তৃতা দিতে ও বাংল: গান গাইতে বলেন, আমি তাহা করি । এখানে থাকিতে একদিন Louisiana State Fair cofots of Women's Building at: প্রবেশ করিবামাত্র একটি মার্কিন মহিলা আমাকে জিজ্ঞাসা করেন, “Have you come to advertise your hat in the Fair f" (আপনি কি এই মেলায় আপনার টুপি advertise করিতে আসিয়াছেন ?) আমি তদুত্তরে জিজ্ঞাসা করিলাম, “কি দেখে আপনার এরূপ মনে হল ?”