পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ > は、○ তিনি উত্তর দিলেন, “যেহেতু আপনি যেরূপ উষ্ণীষ পরিয়াছেন তাঁহ মেয়েদের উপযোগী। श्रामद्रा'cमछद्र मलंना latest style osts বেড়াই, কি জানি যদি ঐ latest style সবে ফরাসীদেশ হষ্টতে আমদানী হয়ে থাকে ।” আমি এই শুনিয়া বিকট হাসি হাসি, তখন আরো কতকগুলি মেয়ে আমার কাছে আসে ও আমি কোন দেশের লোক তাহ! জানিতে চাহেন । আমি তাহাদিগকে অনুমান করিতে বলিলাম। কেহ বলেন আমি স্পেন দেশের লোক, কেক বলেন আমি জাপানী, কেহ বলেন আমি ফিলিপিনে বড়ই আশ্চর্যোর কথা আমি যে হিন্দুস্থানের লোক তাত কে হই বলিতে পারলেন না । Lafayette ছাড়িবার পূর্ব্বে এখানকার Avenue থিয়েটারে ও “ভারতবর্ষ” সম্বন্ধে বক্ততা দিই, তবে দুঃখের বিষয় সে রাত্রে খুব বৃষ্টি হয় । সে কারণ জনতা তত হয় নাই, ১২০ টাকা উপায় করি । Lafayette gifo stfn New Orleans a wishai or 9 Baronne Streets ft g + fz est: F | Audibon Parks Louisiana State University; Cane Experiment Station আছে ও ইক্ষুচাষ ও চিনি তৈয়ারী শিক্ষা দিবার কলেজও আছে—তাছাই কয়েক দিন ধরিয়া দেখি । একদিন পাগড়ী মাথায় দিয়া ট্রাম হইতে নামিতেছি, conductor আমাকে বলিল, “ওহে টাক নিবাসী ! তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ কেন ? তোমার দেশে যুদ্ধ বেধেছে সেখানে যাও ” সেই সময় ইটালিয়েনদের সহিত Turkeyর যুদ্ধ বধিয়াছিল । ঐ conductor আমাকে Turkeyর লোক মনে করিয়া ঐ কথা বলিয়াছিল । New Orleans বেশ বড় সহর । এখানেও নিউইয়র্কের মতন অনেক জাক্তি বাস করে, বিদেশীয়দের মধ্যে ফরাসীর সংখ্যা বেশী । New Orleans মিশিসিপি নদীর উপরে। ফেরিতে করিয়া মিশিলিপি