পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ 3 సె ocean.এতে আসিয়া পড়িলাম । এত দিন আমাদের আর olling হয় নাই, ২৬শে প্রাতঃকাল হইতে আবার সেই ভয়ানক rolling হইতে আরম্ভ করিল ঝড় বৃষ্টি ও খুব হইল ; ডেকের সমস্ত পদ খুলিয়া নীচে রাখা হইল । ২৭শে সন্ধ্যা হইতে আমরা Bay of Biscayএর উপর দিয়া চলিলাম। শীত বেশ পড়িয়ছে, rolling ও বেশ হইতেছে । ২৯শে সেপ্টেম্বর বেলা ৪ টার সময় আমরা Plymouth এ আসিয়া পৌছিলাম ; তখন চারিদিক কুঞ্জটিকাতে অন্ধকার । বন্দরে ঢুকিবার মুখে এক দিকে একটা light-house, অপর দিকে একটী সুন্দর পাতাড় । এখানে এক ঘণ্টার জন্য জাহাজ থামিল । B. I. S. N : ( 'o' র launch আসিয়া কতকগুলি আরোহীদিগকে লইয়া গেল । জাহাজে লগুনের বড় বড় হোটেলের সচিত্র পুস্ত কসকল এক জন আসিয়৷ আমাদিগের মধ্যে বিতরণ করিয়া গেল । আমাদিগকে লগুনে নামিয় কোথায় থাকিতে হইবে, নিজেদের নাম প্রভৃতি একখানি স্বতন্ত্র পুস্তকে লথিয় দিতে হইল, কারণ দুই সপ্তাহের মধ্যেই স্বাস্থ্যপরীক্ষা দিতে হইবে । «dell a 51% sing Plymouth gifo English channel 4: $of: দিয়া আমরা লণ্ডন অভিমুথে চলিলাম । longlish channel gif&#1 Thames nãze stfääss Channel এর নীল জলের সঠিত ঘোলা জল আসিয়া মিলিতে লাগিল যেন গঙ্গা যমুনার সম্মিলনের স্থান । জাহাজের দুই পাশে বড় বড় নৌকা উজান বাহিয়া চলিল। ধীরে ধীরে ছোট ছোট পাহাড়, কোন পাঠাড়ের উপর কবর আছে ; তাহার চারিদিকে শ্বেত প্রস্তরের গাথনি । পাহাড়ের গায়ে light-house রহিয়াছে ---মনে চাইতেছিল যেন তাতারাই জীচtঞ্জকে রাস্তা দেখাইয়া দিতে চায় । ৩০শে সেপ্টেম্বর বেল ৩ টার পর হইতে নদীর দু'ধারে আটালিকা দেখা যাইতে লাগিল, ক্রমে dpck দেখা যাইতে লাগিল, মস্ত বড় {lock,