পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ रै আমেরিক ভ্রমণ খরচও ৭ ৮ টাকা পড়িত। সে জন্ত দুই তিন জায়গাম পরিবর্তন করিয়া ঐরূপভাবে আসাতে আমাদের কম খরচ হইল । । মিঃ ডিন একটা তংরাজ মহিলাকে বিবাহ করিঃ ২০ বৎসর বিলাতে বাস করিতেছেন , সে রাত্রে ১নং Larden Road এ থাকিয় তাহার *i; for Bayswater a coat Artesian Road a stafa etàtoll মিঃ এম্‌, পাল চৌধুরির নিকট যাইলাম এবং Thomas Cook’র নিকট হইতে জিনিষ সব আনাহয়া লইলাম । তাহার baggage হিসাবে charge লছলেন । এ বাড়ীতে আমি ৫ দিন ছিলাম। B.Lyswaterএ অধিকাংশ ভারতীয় ছাত্রেরা বাস করেন । মিঃ পি, সি, দে, C. S., মিঃ রবি দত্ত, মি: এস, কে, সেন প্রভৃতি ভদ্রলোকের সহিত আলাপ হইল । কি রকম “ইংরাজী-খানায়” আমাদিগকে অভ্যস্ত হইতে হয় তাহার কথা পাঠক পাঠিকাকে বলি । কতক গুলি বাধা কপির সিদ্ধ পাতা, সিদ্ধ আলু, সে আলুর খোসা পর্যাস্তু ছাড়ান হয় নাই, কয়েক টুকরা পাউরুটি, মাখম, চা, পুডিং, আর সেই “অখাদ্য” যার নাম করিতে নাই, গোলমরিচের গুড়ো, তুন প্রভৃতি সব টেবিলের উপর দে ওয়া হইল । তা ছাড় কাটা, চাম্চে, ছুরি ও মুখ মুছিবার জন্য napkin ত আছেই । একটি ইংরাজ চাকরাণী টেবিলে পরিবেশন করিতেছে, তাস্থার পায়ে মোজ ও জুতা। আমার খাওয়া ন হওয়া পর্য্যন্ত সে সেই ঘরেই ছিল । সে কাছে থাকাতেই অনিচ্ছায় ছুরি, কাটা ও চামচের সাহায্যে থাইতে হইতেছিল । পাঠক পাঠিক শুনবেন কি রকম করিয়া ছুরি ও কাটা চালাইতেছিলাম ? বঁ হাতের কাটা দিয়া আলুকে বিঁধিলাম, ডান হাতের ছুরির সাহায্যে আলুর খোসা ছাড়াইলাম, তারপর আলুর গায়ে মাখন লাগাইয়া গোল মরিচের গুড়ে ও মুন মাথাইয়া আলু খাইতে লাগিলাম, এবং এক এক বার মনে করিলাম যদি চাকরাণী ঘর হইতে চলিয়া ৰাম, তাহা হইলে এখনি ছুরি ও কাটা ফেলিয়া, হাত দিয়া আলু ভাতে