পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

있8 আমেরিকা ভ্রমণ লইয়া যাইবার দরকার নাই । দ• আন পয়সা দিলেই স্নান করা হইবে। এ এমন দেশ যে স্নান করিতে হইলেও পয়সা লাগে । এবং পল্পস দিয়া স্নান করা সকলের ভাগ্যে সম্ভবপর হয় না বলিয়া কেহ বা মাসে একবার, কেহ বা সপ্তাহে এক বার স্নান করে, এবং তাঁহাদের দেহে নানা রকম চর্ম্মরোগও হইয়া থাকে । বিশেষতঃ শীতকালে এরা স্নান খুব কম করে । তবে মাথা ও মুখ সাবান দিয়া প্রত্যহ দুই তিন বার ধুইয়া থাকে । সে কাজ শুইবার ঘরে করা যায় । এ দেশে ‘‘thank you' (তোমাকে ধন্যবাদ ) কথাটা বেশী ব্যবহার করিতে হয় । চাকরাণী যদি plate সরাহয় দেয়, অমনি তাহাকে “thank you? বলিতে হইবে । এ দেশের চাকরাণীকেও Good morning করিতে হয় । রাস্তায় পুলিস যদি রাস্তা দেখাইয়া দেয়, তাহাকে আমনি ধন্যবাদ দিতে হয়। অধিকাংশ বাড়ীতে land lady ও চাকরাণী থাকে, পুরুষ চাকর খুব কম । বড় লোকের বাড়ীতে যাইয়া কাহাকে ও ডাকি বার দরকার হইলে, “হরি বাবু বাড়ী আছেন ?? এরূপ নাম ধরিয়া ডাকবার প্রথা নাই । সদর দরজায় ঘণ্টার চেন থাকে ঐ চেনে টান দিতে হয় । তাহাতে কেহ না কেহ বাহিরে witha Costa atto “Servants' call,” “Night call— Pull this,” “Push this button” of 25fs Catoll qfz3, তাহা পড়িয়া বুঝিতে হয় যে কাহাকে ডাকিতে হইলে কোন ঘণ্ট। বাজাইতে হইবে । ডাকপিয়ন চিঠি দিয়া ষায় তাহারা ও “চিঠি আছে” করিয়া হাকে না । সদর দরজার ভিতর দিয়া চিঠি ফেলিবার জন্ত একটা গর্ত্ত থাকে। ডাকপিয়ুন তাহার মধ্যে চিঠি ফেলিয়া দেয় ও ঘণ্টার শিকল টান দিয়া চলিয়া যায় । এ দেশের ঝির পায়ে মোজা, জুত, দেহে ঘাগড়া, ব্লাউস প্রভৃতি থাকে । ইহারা দৈনিক খবরের কাগজও পড়ে। ঐ মেমচাকরাণী