পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা স্কুলে যখন ভূগোল পড়িতাম তখন হঠতে মনের মধ্যে এক আকাঙ্ক হষ্টয়াছিল যে স্বচক্ষে ভূগোলের লিখিত স্থান গুলি দেখিব ; ভাগ্যক্রমে ভবিষ্যতে আমার এই বাসনা কতক চরিতার্থও হইয়াছিল । প্রবেশিকা পরীক্ষার পর পিতার এইরূপ ইচ্ছা ছিল যে তিনি আমাকে বিদ্যাশিক্ষার্থে বিলাত পাঠান । ক্লিন্ত সেই সময় তাহার সঞ্চিত অর্থ অপ্রত্যাশিতভাবে নষ্ট হওয়ায় আমাকে শিল্পবিজ্ঞান সমিতির নিকট ও কয়েকজন সহৃদয় স্বদেশবাসীর নিকট অর্থসাহায্য ভিক্ষা করিয়৷ আমেরিক যাহতে হয় । শিল্পবিজ্ঞান সমিতি হইতে প্রথমতঃ জাহাজ ভাড়া ও কলেজের মাহিনী পাই, তাহার পর মাসিক ২৫ টাকার বৃত্তি পাই, সেই বৃত্তি শেষে মাসে ৪০ টাকা হিসাবেও পাইতাম । উক্ত বৃত্তিতে ও দেশের লোকের নিকট হইতে য়ে টাকা সংগ্রহ করিয়াছিলাম তাহাতেও আমার বিদেশের সমস্ত খরচ কুলাইত না । আমাকে ক্যানেড ও মার্কিন রাজ্যে চাকরী পর্য্যন্ত করিতে হয় । আমেরিকাতে যে কোন বিজ্ঞান ইংলণ্ডের অপেক্ষা কম খরচে ভাল শিক্ষা করিতে পারা যায় এ বিষয় আর কোন সন্দেহ নাই । তাঙ্গা ছাড়া আমেরিকায় self-supporting অর্থাৎ আত্ম-নির্ভর হইয়াও থাকা যায় । আমার এই ভ্রমণ কাহিনী পাঠ করিলে তাঙ্গার অনেক আভাস পাওয়া যাইবে । স্বদেশ ত্যাগ করার পর হইতে আমার আমেরিক যাত্র সম্বন্ধে প্রত্যঙ্গ কিছু কিছু করিয়া লিখিয়াছিলাম। বিদেশীর চক্ষে যে সমস্ত ঘটনা অদ্ভূত বলিয়া মনে হয় তাহাও আমি মধ্যে মধ্যে কিছু কিছু করিয়া লিপিবদ্ধ করিয়া রাখিতাম, প্রবাসে থাকিয়া বাড়ীতে যে সমস্ত পত্র দিতাম তাহাতেও এই মুদুর বিদেশের কথা কিছু কিছু করিয়া লিখিয়া