পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

J)e আমেরিকা ভ্রমণ বড় একতারার মতন । অনেকে বলেন যে বিলাতে গরু শূন্থর না থাইয়া থাকিতে পারা যায় না, তাঙ্গ ভূল । একটু খরচ বেশী রিলে নিরামিষ ভোজী হঠয়া থাকিতে পারা যায় । Indian res! turant s attē, তথায় Indian dish পাওয়া যায়, তবে ইহারা, মতিরিক্ত বেশী দাম লয় । অক্টোবর মাপ, শীত এখানে বেশ পড়িয়াছে প্র ত্যঙ্গ গুড়ি গুড়ি বৃষ্টি ও পড়ে। স্বর্যোর মুখ খুব কমই দেখিতে পাওয়া যায়। যদিও আমি ধূমপান করিনা, তবুও রাস্তায় হাটবার সময় মুখ হতে এত ধোয় বাহির হয় যে চুরুট থাইলেও তত বাহির হয় না। এ দেশের ঘোড়ার নাক, মুখ দিয়া অনবরত ধোয় বাহির হয় । অতিরিক্ত শীতের দরুণ এ প্রকার ঘটে । সব ঘোড়া খুব মোট এবং বলবান, আমাদের দেশের মতন রোগ পঢ়ক! ঘোড়া এখানে একটকেও দেখি নাই। এক একটা কুকুর যেন এক একটা বাঘ, নানা রকম বড় বড় কুকুর আছে, তাহারা বড় প্রভুভক্ত । چه - সকল কাজে এ দেশে ছোটবড় মেয়ের অগ্রগামী । এ দেশের ረጃሿሿ❖! কেরাণী । তাহারা টিকিট বিক্রয় করে, মণি অর্ডার ও রেক্তেষ্টারী চিঠি লয়। স্ত্রী স্বাধীনতা ভয়ানক, বড়ষ্ট প্রলোভনের স্থান ; আত্মসংযম না থাকিলে একেবারে অধঃপতন । আমার বন্ধু মিঃ বি, এন, বসু লণ্ডনের Innএ ভর্ত্তি হইয়া ব্যারিষ্টারী পড়িবেন । তিনি একদিন আমাকে মিঃ কটন, ( স্তার হেনরি কটনের পুত্র ) এর নিকট লইয়া গিয়া আলাপ করিয়া দেন ও Gray's Inn দেখান। আমার আর একটী বন্ধু মি: এচু, কে, ঘোষ এখানে ব্যারিষ্টালী পড়িবার জন্য এ বৎসর আসিয়াছেন । তিনি আমাকে ডাঃ বি, সি, ঘোষের সহিত আলাপ করাইয়া দেন, ইনি মেম বিবাহ করিয়াছেন । মিঃ এচ, কে, ঘোষ আমার একাকী আমেরিকা যাওয়া শুনিয়া বলেন যে