পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७२ আমেরিক ভ্রমণ এখানে আর কেহ রুমাল নাড়িল না । আজ ৩০শে আশ্বিন, ১৬ই অক্টোবর –আজ বাঙ্গলা দেশে মহা ধূমধাম—ঘরে ঘরে বtধী বাধা হইতেছে। আর বৎসর এমন দিনে ভায়ের হাতে, ভগ্নীর হতে, আত্মীয় বন্ধুবর্গের হাতে রাখা বাধিয়াছিলাম। এবংসর আজু সেই দিনে কত অপরিচিতের সঙ্গে আমেরিক যাইবাৰ জন্য রওনা হইলাম । “Majestic' জাহাজ ( ৭নং ছবিতে দেখুন ) অনেক বড়, ইহা ২০ ০০’র উপর যাত্রী লষ্টয়াছে। আমরা জাহাজে উঠিয়া যাত্রীদের নামের তালিকা পাইলাম । আমরা তই বাঙ্গালীতে একই cabin এ থাকি তাম । প্রত্যেক আরোহীর জন্য একটা করিয়৷ life-beft বিছানার নিকট আছে, এবং বিপদকালে উহ: কি রূপে ব্যবহার করিতে হইবে তাহা একটী কাগজে লেখা আছে ; অনেক জীবনরক্ষপার্থ নৌকা আছে। দ্বিতীয় শ্রেণীর আরোহীদের জন্য খাইবার ঘর, ধূমপান করিবার ঘর, পুস্তকাগার, বৈঠকগান, মদ খাইবার ঘর, নাপিতের দোকান, ছবিওয়ালা পোষ্টকার্ড বিক্রেতার দোকান, থেলানার দোকান, ছাপাখানা প্রভৃতি সব আছে ৷ বেড়াইবার যথেষ্ট জায়গা আছে । জাহাজটা এত বড় যে সহ র ব’লে মনে হয় ; কোনও কিছুরই অভাবনাই । প্রত্যেক ক্যাবিনে বৈদ্যুতিক ঘণ্টা আছে । যখন যাহা দরকার হয়, ost:[3] button fęfoiqI fijë, &qf& (gt& waiter & waitress আসিয়া জিজ্ঞাসা করে—“আপনি কি মহাশয় ঘণ্টা বাজাইতেছেন ?” P. & O. Co.’র জাহাঞ্জে প্রথম শ্রেণীর আরোঙ্গীরা যে সুখ ও আরাম পায় আমরা এই সকল জাহাজে দ্বিতীয় শ্রেণীর যাত্রী হইয়া ও তদপেক্ষা বেশী মুখে ও আরামে যাই । আমাদের সঙ্গে আমেরিকান, ইটালিয়েন, ফরাসী সাহেব, মেম, ও তাহদের ছোট ছেলে মেয়ে যাইতেছেন। তাছাদের মধ্যে অনেকেই ভদ্র লোক । প্রায় ৩০০ জন আমরা প্রথম seatingএ একত্র থাইতে বসিতাম। খাবার কথা আর কি লিখিব, মনের