পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ 9ማ ও মি: ডি, এন, সেন আমাদের দেখিতে পাইয়া কাছে আসিলেন । আমরা তাছাদের পাইয়া বড় খুশী হইলাম। র্তাহারা বলিলেন, “শীঘ্র পাগড়ী খুলিয়া ফেলুন, নতুবা সকলে হাসিবে ও মাথায় ঢ়িল কাদা আসিয়া পড়িবে।” অগত্য তাছাই করিলাম ও টুপি মাথায় দিলাম। তারপর রাত্রি ৭টার ঈ আৰু সাধুজনে হাটিয়া চলিলাম । এক একটা রাস্তায় এমন জনতা যে পার হওয়াই কুঙ্কর ; কোন রকম করিয়া জনতার ভিতর দিয়া চলিলাম। অদ্ধ ঘণ্টা চলার পর sub-wav ( ভূমধ্যস্থ গাড়ী )তে করিয়া একেবারে 20th Street ষ্টেলনে নামিলাম ; আবার সেখান হইতে ট্রাম গাড়ী করিয়া বন্ধুদের বাসায় যাওয়া চইল । কত পরিচিত ও অপরিচিত ভারতীয়দের সহিত দেখা হইল ।