পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাবতী । S) দিতে হইবে ? যদি ধর্ম্ম রাখিয়া, রাজপুতনীর মর্যাদা রাখিয়া বঁচিয়া থাকিতে পারি, তবে বঁচিতেই চাই, দেব ! দেব, যদি পথ থাকে, দীন বালিকার কাতর প্রার্থনা শোন ! সে পথ আমাকে দেখাণ্ডু ?” প্রভাবতীর প্রার্থনা বিশ্বরাজের চরণতলে পৌঁছিল। বিশ্বপতি পথ দেখাইলেন। ভাবিতে ভাবিতে প্রভার মনে হইল,-এ রাজস্থানে যদি কেহ আমাকে রক্ষা করিতে পারেন, * তবে তিনি মিবারের রাণী রাজসিংহ । তাহার আশ্রয় প্রার্থনা করিলে, রাজপুতবালার ধর্ম্মরক্ষা তিনি করিবেনই। প্রভাবতী ভাবিলেন, “মহারাণ রাজসিংহের বীরত্বের খ্যাতি অনেক শুনিয়াছি। সংগ্রাম ও প্রতাপের যোগ্য বংশধর তিনি। আমাকে রক্ষা করিবার প্রবৃত্তি তঁার হইবে, শক্তিও তঁর আছে। এই উপলক্ষ্যে মোগলের সঙ্গে তার যুদ্ধ হইবেই। সে যুদ্ধে রাজ সিংহ মোগলকে পরাভূত করিয়া আবার অধীন রাজস্থানে স্বাধীনতার গৌরব আনিতে পরিবেন। তাঁর শরণাপন্ন আমি হই। সামান্য বালিকা আমি, যদি তিনি আমাকে রক্ষা করিতে পারেন, আমার আর কিছুই নাই—এই রূপ আর যৌবুন তার পায়ে সমর্পণ করির। যদি ইহার কোন মূল্য থাকে, সেই দেবস্বরূপ বীরের পূজায়—তাহা সার্থক হইবে।” প্রভাবতীর দারুণ দুঃখময় নিরাশ প্রাণে—সাস্তুনা ও আশা আসিল । তিনি রাজসিংহের নিকট একখানি পত্র লিখিয়া কোন বিশ্বস্ত ব্রাহ্মণের দ্বারা তাহা পঠাইয়া দিলেন।