পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

द्वी विन्यूअर्डौ ଅତଳ কথিত আছে, আদর করিয়া বাদসহ পৃথুিসিংহকে একটি পোষাক উপহার দেন। পোষাক পরিয়া গৃহে ফিরিয়াই পৃথুিসিংহের সমস্ত শরীর যেন জ্বলিয়া উঠিল। দারুণ জ্বালায় জ্বলিতে জ্বলিতে রাজপুত্র ইহসংসার হইতে বিদায় গ্রহণ করিলেন । পোষাক বিষাক্ত ছিল । ইহার অল্প পরেই যশোবস্তের অন্য পুত্রগণের মৃত্যু হইল। পুত্রশোকে ভগ্নহৃদয়ে যশোবন্ত সুদূর কাবুলে প্রাণত্যাগ করিলেন । অন্যান্য রাণীরা সহমৃতা বা অনুমৃত্যু হইলেন। কিন্তু বিন্দুমতী তখন সাতমাস গর্ত্তবতী। যশোবস্তের একমাত্র বংশধর তাহার গর্ত্তে, সুতরাং তিনি স্বামীর অনুগামিনী হইতে |ॉब्रिट्न्गन न। । (७) দহুর্গাদাস নামে এক প্রসিদ্ধ রাঠোর বীর যশোবান্তের অনুচর ছিলেন। বিধবা বিন্দুমতী ও নবজাত শিশুকে লইয়া দুৰ্গাদাস দিল্লীতে অসিলেন। এই ক্ষুদ্র শিশুটীও বঁাচে, সম্রাটের এমন অভিপ্রায় ছিল না। দুৰ্গাদাসী বিন্দুমতী ও শিশু অজিতকে লইয়া যোধপুরে যাইবার উদ্যোগ করিলে, ঔরঙ্গজেব তাহার বাদী হইলেন । সম্রাটের বাধা সত্ত্বেও দুৰ্গাদাস দিল্লী পরিত্যাগের উদ্যোগ