পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R चारी-नाह्रौं । রাজত্বকালে, খৃষ্টীয় অষ্টম শতাব্দীতে, মহম্মদ বিন কাশিম নামক একজন আরব সেনাপতি সিন্ধুদেশ আক্রমণ করেন। দেবল বন্দর ও অন্যান্য কয়েকটি নগর অধিকার করিয়া, কাশিম, সিন্ধুরাজ দাহিরের রাজধানী আলোর নগরের সম্মুখে আসিলেন। রাজা দাহিরও তাহার সৈন্য সহ কাশিমের সম্মুখীন হইলেন। তখন ভারতীয় রাজার হাতী লইয়া যুদ্ধ করিতেন ' ইহাতে সুবিধা ও অসুবিধা দুই-ই ছিল। হাতীকে রাগাইয়া ও ক্ষেপাইয়া শত্রু-সৈন্য মধ্যে প্রবেশ করাইতে পারিলে শত্রু সৈন্য একেবারে মথিত হইত। আবার কখনো কখনো হাতী ভয় পাইয়া ফিরিলে, কিছুতেই তা’র গতিরোধ করা যাইত না । নিজ পক্ষীয় সৈন্য মথিত করিয়া হাতী চলিয়া ষাইত। কখনো রাজা বা সেনাপতিকে লইয়া হাতী এমন ভাবে পলায়ন করিত, যে, সৈন্যগণ ভয় পাইয়া তাহার সঙ্গে পলাইত এবং অবশেষে যুদ্ধে পরাজয় ঘটিত। এ যুদ্ধেও তাঁহাই হইল। মুশলমানের অস্ত্রে আহত হইয়া দাহিরের হস্তী দাহিরকে লইয়া ছুটিয়া পলাইয়া নিকটে এক নদীর মধ্যে গিয়া পড়িল। রাজাকে পলায়িত মনে করিয়া সৈন্যগণ রণে ভঙ্গ দিল । দাহির আহত হইয়াছিলেন। ক্লিন্তু সৈন্যগণের ভীতি ও চঞ্চলতায় যুদ্ধে নিশ্চিত পরাজয়ের আশঙ্কা দেখিয়া, আঘাতের বেদন তিনি ভুলিয়া গেলেন। অবিলম্বে তীরে উঠিয়া, একটি অশ্বে আরোহণ পূর্বক, দ্রুতবেগে তিনি বিচ্ছিন্ন সৈন্যগণুেরু