পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

प्रश्द्धि-शश्ौि । আজ তোমাদিগকে লইয়া যুদ্ধে অগ্রসর হইব। তোমাদের মাতৃভূমি আজ শক্রির পদতলে পতিত প্রায় ; তোমাদের দেবমন্দির আজ বিধর্ম্মীর পদাঘাতে ভগ্নপ্রায়। তোমাদের মাতা পত্নী ভগিনী ও কন্যাগণ আজ বিদেশীর দাসী হইতে চলিয়াছে ; তবে আর কোন সুখের আশায় আজ ছার জীবন রক্ষার বাসনায় গৃহে পলুইতেছি? স্বদেশ ও স্বধর্ম্মের লাঞ্ছনা। যদি চক্ষে না দেখিতে চাও, কুলনারীকে বিদেশীর স্পর্শে যদি কলঙ্কিত দেখিতে না চাও, কুকুরের মত বিদেশীর আসিতে ছিন্ন বিচ্ছিন্ন যদি হইতে না চাও, বন্য পশুর ন্যায় শৃঙ্খলিত হইয়া বিদেশীর গৃহে যদি বিদেশীর সেবা না করিতে চাও, তবে চল!—সকলে আজ আমার সঙ্গে আমার সমক্ষে মরণ পণ করা ! মরণ পণে,- দেশের গৌরব, জাতির গৌরব, ধর্ম্মের গৌরব, কুলনারীর সর্বশ্রেষ্ঠ গৌরব রাখিতে প্রস্তুত হও!” ড়েঙ্কা বাজিয়া উঠিল। তৎক্ষণাৎ সিন্ধুরাজধানীময় কল কল শব্দ উত্থিত হইল ;-হুঙ্কারে জয়নাদে সমস্ত পুৱী কম্পিত इद्देश ऐळेिळ । (७) কৈসািনন্যগণ ও পুরবাসিগণ প্রত্যেকে মরণ পণে রাণীর আদেশ পালনে প্রস্তুত হইয়াছে। এ দিকে আরব সৈন্য নগর অবরোধ করিয়া নগর-প্রাচীর আক্রমণ করিলা । বীর্য্যবতী রাণী সেই মুহূর্ত্তে অনুবর্ত্তী সৈন্য ও পুরবাসিগণের