পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর্য্য-নারী । ভস্মীভূত হইল। অশনির আগুনও চিরদিনের মত-নিভিল। দাহির-মহিষীর তেজ সেই দিন সমস্ত পৃথিবীর কাছে অগ্নিময় বলিয়া বোধ হইয়াছিল । দাহির-মহিষী হইতেই ভারতের ঐতিহাসিক ভীষণ অগ্নিলীলা “জহর-ব্রত” প্রচলিত হয়।