পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छिछात्राछे । VIR বিপুল আয়োজনে শিবাজি পিতার অভ্যর্থনা করিলেন। বিজাপুরের রাজকর্ম্ম ত্যাগ করিয়া তাহার অর্জিত রাজ্যের রাজ্যেশ্বর হইয়া থাকিতে তিনি পিতাকে অনেক অনুনয় করিালেন। কিন্তু স্বাধীন হিন্দুরাজ্য স্থাপনারূপ যে মহাব্রত শিবাজি গ্রহণ করিয়াছেন, তিনিই তার যোগ্য, সাহিজি নন, এই বলিয়া উদার ও মহাপ্রাণ সাহজি পুত্রের অনুরোধ প্রত্যাখ্যান করিলেন। কিছুদিন পত্নী ও পুত্রের নিকট থাকিয়া, শেষে, বিজাপুরের সঙ্গে আর শক্রতা না করেন, এই বিষয়ে পুত্রকে বিশেষ অনুরোধ করিয়া তিনি নিজ কর্ম্মে ফিরিয়া গেলেন। পিতার অনুরোধ মত শিবাজি বিজাপুররাজের সঙ্গে সন্ধি করিলেন। ( ) লিsণবাজির প্রতাপে দুর্বল বিজাপুরের সঙ্গে শিবাজির বিবাদু মিটাল বটে, কিন্তু প্রবল মােগল-শক্তির সঙ্গে এখন র্তাহীর ভীষণ ও বহুকালব্যাপী যুদ্ধ আরম্ভ হইল। ঔরংজেব এখন দিল্লীর সম্রাটু। শিবাজিকে দমন করিবার জন্য তিনি সেনাপতি সায়েন্তা খাকে দাক্ষিণাত্যে পাঠাইলেন। কিন্তু শিবাজির কৌশলে ও বীরত্বে সায়েস্তা খা সম্পূর্ণ পরাজিত হইয়া ফিরিয়া আসিতে বাধ্য হইলেন । SLB BDDDB DDDDB BB BDBD DDD DB SS BBD মৃত্যুসংবাদ পাইয়া জিজা সহমরণের জ্যষ্ঠ প্রস্তুত হইলেন। কিন্তু স্বামীর জীবিতর্কাল হইতেই পুত্রের জন্য যিনি একরূপ