পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9Vb चारी-बांद्री । স্বামী ত্যাগিনী হইয়াছিলেন, যে মহৎ কর্ত্তব্যের জন্য আজীবন নারীজীবনে অসাধ্য এমন কঠোর ত্যাগ দেখাইয়াছিলেন, স্বামীর মৃত্যুতে, শোকে অধীর হইয়া স্বামীর অনুগমনে সেই কর্ত্তব্য তিনি বলি দিতে প্রস্তুত হইয়াছেন ? তাহার মত ধর্ম্মশীলা ত্যাগশীলা ও তেজস্বিনী নারীর কি শোকে এমন আত্মবিস্মৃতি শোভা পায় ? পুত্রের ধর্ম্মরাজ্য স্থাপন ও ধর্ম্মরাজ্য পালনের সহায়তা করাই তঁর জীবনের একমাত্র সাধনা, একমাত্র ব্রত ;-আজি স্বামীর শোকে আত্মহারা হইয়া যদি তিনি এই সাধনা, এই ব্রত ऊाश कष्बन, उप्व ५ऊनि ।a कळाव्र गज्ञानद नॉर्थक्ष्ड् कि হইল ? যে শক্তিবলে শিবাজি আজ এত মহত্ত্ব লাভ করিয়াছেন, সে শক্তির মুলে তিনি ;-তিনি চলিয়া গেলে, কি অবলম্বন করিয়া সেই শক্তি মোগল সংঘর্ষের ভীষণ বিপদের সম্মুখে দাড়াইবে ? শিবাজি ও অন্যান্য সকলে জিন্জাকে এইরূপ অনেক বুঝাইলেন। জিজাও অনেক চিন্তা করিয়া ইহা হৃদয়ঙ্গম করিলেন । তখন, সহমরণের সংকল্প ত্যাগ করিয়া, ব্রহ্মচারিণী বিধবা, পুত্রের বীরধর্ম্ম ও রাজধর্ম্ম পালনের সহায়তায় জীবন সমৰ্পণ করিলেন । শিবাজি রাজ্যজয় করিয়া রাজ্যস্থাপন করিয়াছেন, রাজার স্থায় প্রজা শাসন করিতেছেন, কিন্তু রাজা নাম এখনো গ্রহণ করেন নাই। কারণ, পিতা এতদিন জীবিত ছিলেন । পিতা রাজ্য গ্রহণ করিয়া রাজা উপাধি নিতে অনিচ্ছক ; পুত্র কি প্রকারে তঁাহার সমক্ষে রাজা উপাধি গ্রহণ করেন ? শিবাজির