পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সনৎ-যুক্ত (S ) মুসলমানগণ যখন ভারতবর্ষ জয় করেন, তখন উত্তর ভারতবর্ষের সর্বত্র রাজপুত নামক ক্ষত্রিয় জাতির প্রাধান্য ছিল। ভারতবর্ষের পশ্চিম অংশের যে বিস্তীর্ণ প্রদেশের নাম রাজস্থান বা রাজপুতানা, তাহাই রাজপুত জাতির আদি স্থান । ইহাদের নাম অনুসারেই ঐ প্রদেশের নাম রাজস্থান বা রাজপুতানা হইয়াছে। সাহস, বীরত্ব ও মহানুভবতায় রাজপুত জাতির তুলনা জগতে হয় না। এই সমস্ত গুণে রাজপুত-রমণীরাও রাজপুত পুৰুক্সের অপেক্ষা কোন অংশে হীন ছিলেন না। বস্তুতঃ রাজপুত জাতির মধ্যে যত বীরনারী জন্মগ্রহণ করিয়াছেন, জগতে আর কোন জাতির মধ্যে সেরূপ হইয়াছে কিনা সন্দেহ । প্রাচীন-পৌরাণিক যুগের কোন গ্রন্থে রাজস্থান বা রাজপুত জাতির কোন উল্লেখ দেখা যায় না। বিক্রমাদিত্য, শিলাদিত্য প্রভৃতি রাজগণের পরে, ক্রমে ভারতের প্রাচীন রাজবংশীয়ের হীনতেজ হইয়া পড়েন । সেই সময়, রাজস্থান প্রদেশের এই অজানা রাজপুত জাতি, নূতন শক্তিতে শক্তিশালী হইয়া, উত্তর ভারতবর্ষে জয়ের পতাকা তুলিলেন।