পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Vsistait ( SR ) () ) শিবাজির श्शूत्र পর ঔরংজেব তঁাহার বিস্তীর্ণ মোগল সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশে যত সৈন্য সংগ্রহ হইতে পারে সকল একত্র করিয়া তাহার প্রধান প্রধান যত সেনাপতি ছিল সকলকে লইয়া, নিজে দক্ষিণ ভারত আক্রমণ করিবার আয়োজন করিলেন । দক্ষিণ ভারতের মাত্র আমেদনগর রাজ্য সাহজাহানের সময় দিল্লীর অধীন হয়। বিজাপুর ও গোলকুণ্ড রাজ্য এখনও স্বাধীন। ইহা ছাড়া, শিবাজির প্রতিষ্ঠিত স্বাধীন হিন্দু মারাঠারাজ্যও ক্রমে বিশেষ প্রবল হইয়া উঠিতেছে। এই তিনটি রাজ্য জয় করিয়া সমস্ত দক্ষিণ ভারত আপনার সাম্রাজ্যভুক্ত করিবেন, ঔরংজেবের এইরূপ আকাঙক্ষা ছিল। শিবাজি জানিতেন যে, ঔরংজেব উপহার সকল শক্তি লাইয়া দাক্ষিণাত্যের স্বাধীনতা লোপ করিতে চেষ্টা করিবেন। জানিয়া, জীবনের শেষভাগে শিবাজি এই ভবিষ্যৎ বিপদ হইতে আপন স্বাধীনতা রক্ষা করিবার জন্য সকল দিকে আপনার শক্তি দৃঢ় করিতে বিশেষ যত্ন করেন। অতি সূক্ষম রাজনৈতিক বিচক্ষণতার বলে তিনি আরো বুঝিতে পারিলেন