পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ayy चार्थ-नाड़ी । আসিল,-ভাটার শুষ্ক নদী জোয়ারের বন্যায় ভরিয়া ছাপিয়া ऐठिंब्ण । মারাঠা দেশ বিধ্বস্ত করিয়া বিপুল মোগল সাম্রাজ্যের সকল সৈন্য সকল সেনাপতি লইয়া স্বয়ং ঔরংজেব মারাঠা দেশে ; কিন্তু তার মধ্যেও মারাঠা নেতারা দেশময় ক্ষুদ্র ক্ষুদ্র সৈন্য দল সংগ্রহ করিয়া ফেলিলেন । এই মারাঠা সৈন্যগণ যার-পর-নাই লঘু ও দৃঢ়হে, সাহসী, ক্ষিপ্রগতি ও কষ্টসহিষ্ণু। তাহদের তাবু লাগিতা না, রসদ লাগিতা না, বিছানা ও বাসন পত্র প্রভৃতি কোন আসবাব পত্রের প্রয়োজন হইত না, ঘোড়ার পিঠে जांशब्रा चिन शरीख फ़ाश्डि ना । ऊांशएमब्र३ भड नृछ बाबू ७ ক্ষিপ্রগতি ঘোড়ার খালি পিঠে তার চড়িত, কাপড়ে ছোলা বঁধা থাকিত, ক্ষুধা পাইলে তাই খাইত ; ঘুম পাইলে গাছের তলায় ঘুমাইত। এ দিকে মোগল সৈন্য যেখানে ছাউনি ফেলিত, সেখানে যেন এক রাজার রাজধানী বসিত ! রাজধানীতে শাস্তির সময় সৈন্য ও সেনাপতিরা যে সব ভোগ বিলাসে দিন কাটাইতেন, যুদ্ধের সময় তঁবুতেও তাহার সকল প্রকার ব্যবস্থা করা হইত। তাবুতেও রাজভোগে আহার বিহার সকলই চলিত। তীবুর সঙ্গে গাড়ী গাড়ী রসদ চলিত, বণিকের বিলাসদ্রব্যে পরিপূর্ণ দোকান পসরা চলিত, ইহা ছাড়া গায়ক, বাদক, নর্ত্তকী ইত্যাদিও দলে দলে চলিত। ঐতিহাসিকেরা বলেন, মোগল-তাবুর সঙ্গে যত সৈন্য চলিত, তার চারি গুণ *সৈন্যদের সেবক ইত্যাদি চলিত। এ অবস্থায় তাহাদের পক্ষে