পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o আর্য্য-নারী। মারাঠাকে হাসিয়া খেলিয়া, দলিয়া পিষিয়া মারিতে আসিয়াছিলেন, সেই মারাঠার রণকৌশলে ও ক্ষিপ্রকারিতায় মোগলসৈন্যও ভয়ে চঞ্চল হইয়া উঠিল। এদিকে সেনাপতি জুলফিকার খাঁ জিঞ্জি অবরোধ করিয়াছেন। কিন্তু সাত বৎসর। পর্য্যন্ত রাজারাম ও তাহার সহচর বীরগণ অতুল বিক্রমে দুর্গ রক্ষা করিলেন। ঔরংজেব নিজে তাহার বিশাল সৈন্য লইয়া মারাঠাদের জ্বালায় এত বিব্রত, যে, সহজে আর জুলফিকার খাকে বেসি সৈন্য সাহায্য করিতে পারিলেন না । সাত বৎসর পরে জিঞ্জির পতন হইল বটে, কিন্তু রাজারাম ও সহচর বীরগণ সকলে পূর্বেই দুর্গ ছাড়িয়া পলায়ন করিয়াছিলেন। মোগল সেনাপতি শূন্য দুর্গ অধিকাৱা করিলেন । রাজারাম ও সহচরীগণ মারাঠা দেশে ফিরিয়া আসিলেন। যে সব মারাঠা বীরগণ ছোট ছোট সৈন্যদল লইয়া মোগল সৈন্তের লাঞ্ছনা করিতেছিলেন, রাজারাম এখন ঠাহীদের পরিচালনার ভার গ্রহণ করিলেন। স্বয়ং রাজারামের সহায়তা পাইয়া সকলে দ্বিগুণ উৎসাহে এই অদ্ভুত যুদ্ধ চালাইয়া মোগলকে দ্বিগুণ বিত্রত করিয়া তুলিলেন । দশবারো বৎসর এইরূপ যুদ্ধের পর সহসা অকালে রাজারামের মৃত্যু হইল। মন্ত্রিগণ রাজারামের বালকপুত্র দ্বিতীয় শিবাজিকে রাজা করিয়া বালকের জননী তারাবাইএর হন্তে রাজ্য রক্ষা ও শাসনের ভার দিলেন । বালকপুত্র আজ মারাঠারাজ,-বিপন্ন মারাঠা জাতির অধীশ্বর।