পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তারাবাই । SSO থাকিবেন, তাহার সঙ্গে শক্রিতা কখনো করিতে চাহিবেন না । মারাঠা নেতাগণ সকলে যদি এ অধীনতা না চান, তবে অন্ততঃ অনেকে সাহুর পক্ষ অবলম্বন করিবেনই। গৃহবিবাদে মারাঠারা দুর্বল হইয়া সহজেই ভঁাহার বশীভুত হইবে। বাহাদুরসহ সাহুিকে মুক্তি দিলেন। তঁহার উদ্দেশ্যও সফল হইল। সাহু শিবাজির জ্যেষ্ঠপুত্র শস্তাজির পুত্র ; সুতরাং ন্যায় ও ধর্ম্মের বিধানে তিনিই মারাঠারাজ্যের প্রকৃত অধিকারী । তঁহার অধিকারের শ্রেষ্ঠত্ব মানিয়াই রাজারাম রাজা উপাধি কখনো গ্রহণ করেন নাই। এখন মারাঠা নেতাদের মধ্যেও কেহ কেহ তারাবাই ও ভঁাহার পুত্রকে ত্যাগ করিয়া সাহুর পক্ষে আসিলেন। তি ইহাদের মধ্যে বলজি বিশ্বনাথ নামক এক ব্রাহ্মণ সর্বপ্রধান । সাহু যখন মোগল শিবিরে বন্দী, রাজারাম তখন আপনি শক্তিতে মারাঠা দেশ রক্ষা করিয়াছেন। রাজারামের মৃত্যুর পর ওরাজারামের গুণ স্মরণ করিয়া তঁহার পুত্রকে মারাঠা নেতাগণ রাজা করিয়াছেন, পুত্রের প্রতিনিধি স্বরূপ তিনি এতদিন অশেষ বিশৃঙ্খলার মধ্যে আপন শক্তিতে মারাঠা রাজ্য রক্ষা ও শাসন করিয়াছেন, এখনো তিনি সেই রাজ্যের নেত্রীর পদে, সে রাজ্য তঁরা প্রাণের জিনিষ, সেই রাজ্য যে এখন তিনি মোগলের প্রতিপালিত মোগলের প্রতি স্নেহশীল আপনি জাতীয়গৌরববোধহীন কোমলপ্রাণ দুর্বল চিত্ত বিলাসপরায়ণ সাহুর হাতে সঁপিয়া দিবেন, একথা তেজস্বিনী স্বাধীন শক্তির