পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

OSV v-s আবার শিবাজির বংশধরের হাতে রাজ্যের কর্তৃত্ব ফিরিয়া আনিবার এই সুযোগ। একবার তােহাৱা প্রতিপালিত তাহার অনুগত তাহারি পৌত্র রামরাজা যদি রাজপদের অধিকারী হন, তবে পেশোয়ার সাধ্য হইবে না, যে, মারাঠা রাজ্যে নিজের প্রভুত্ব রক্ষা করিতে পারেন। পেশোয়ার জালে তিনি পেশোয়াকেই বঁাধিবেন। এই মনে করিয়া তাহার প্রস্তাব গ্রহণ করিলেন।. সাহুর মৃত্যু হইল। সাহুর স্বাক্ষরিত উত্তরাধিকার পত্র অনুসারে তারাবাই-এর কর্তৃত্বাধীনে রামরাজা সেতারায় রাজা হইলেন। পেশোয়া সেতারা ত্যাগ করিয়া পুনায় আপনার শাসন-শক্তির কেন্দ্র স্থাপিত করিলেন। তিনি বুঝিয়াছিলেন, শাসনের কেন্দ্র সেতারায় থাকিলে তেজস্বিনী ও দৃঢ়চিরিত্রা তারাবাইএর রাজনৈতিক শক্তি ও কৌশল হইতে আত্ম-প্রভুত্ব রক্ষা করা কঠিন হইবে। কিছুকাল পরেই পেশোয়া কোন যুদ্ধে গমন করেন। এই সুযোগ হারাইলে আর এমন সুযোগ না ঘটিতে পারে, ভাবিয়া তারাবাই অবিলম্বে বরদার শাসনকর্ত্তা ও সেনাপতি দামাজি গাইকোয়ারকে নিজের পক্ষে আনিলেন। এইরূপে সৈন্যবল হাতে করিয়া তিনি রামরাজাকে কহিলেন,-“রাম! মহাপুরুষ শিবাজির রাজ্যে শিবাজির বংশধরের কোন প্রভুত্ব নাই। সাহুর দুর্বলতায় পেশোয়াই এখন এ রাজ্যের সর্বময় কর্ত্ত । •শিবাজির বংশধরের অধিকার লোপ করিয়া পেশোয়া এ রাজ্য