পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অহল্যাবাই । RSS) ( 8 ) ব্রাজ্যের ভার গ্রহণ করিয়াই অহল্যা বড় এক বিষম সঙ্কটে পড়িলেন। রাজ্যের প্রধান মন্ত্রী গঙ্গাধর যশোবন্ত নিতান্ত স্বার্থপর ও কুটিল চরিত্রের লোক ছিলেন। অহল্যা যেরূপ বুদ্ধিমতী ও শক্তিশালিনী রমণী ছিলেন, তাহাতে অহাল্যার হাতে শাসনভার থাকিলে রাজ্যে র্তাহার প্রভুত্ব বড় থাকিবে না । কর্ম্মচারীরূপে অহল্যার আদেশ মাত্র তাহাকে পালন করিতে হইবে । কিন্তু যদি অহল্যাকে সরাইয়া হোলকার বংশীয় কোন শিশুকে তিনি রাজাসনে বসাইতে পারেন, তবে বালক প্রাপ্তবয়স্ক হওয়া পর্য্যন্ত তিনিই রাজ্যে সর্বেসর্বা হইয়া থাকিবেন। এগঙ্গাধর যশোবন্ত এই চিন্তা করিয়া, আপনার কার্য্যোদ্ধারের চেষ্টা দেখিতে লাগিলেন। এই সময় যুবক মাধবরাও পেশোয়া ছিলেন। তিনি নিজে অতি ধর্ম্মপরায়ণ, কিন্তু তাহার শক্তিশালী খুল্লতাত রঘুনাথরাও আতি দুষ্ট প্রকৃতির লোক ছিলেন। তঁহার দুরাকাঙ্ক্ষার সীমা छेिवा नों । ५6ीव३ eई দুরাকাজুকার বশে তিনি না করিতে পারিতেন, এমন কাজ নাই। গঙ্গাধর যশোবন্ত রঘুনাথের নিকট গোপনে প্রস্তাব করিলেন যে, রঘুনাথ পেশোয়ার সৈন্য লইয়া বলপূর্বক ইন্দোর অধিকার করিবেন। পরে অহল্যাকে দূর করিয়া হোল্যকারবংশীয় কোন শিশুর হাতে রাজ্যভার দিবেন। গঙ্গাধর যশোবন্ত সেই শিশুর অভিভাবক স্বরূপ রাজ্য শাসন করিবেন । *