পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&R8 यांशै-नांौ । আপনাদিগকে ধন্য মনে করিতেন। সকলে মনেপ্রাণে র্তাহার মঙ্গল ও দীর্ঘজীবন কামনা করিতেন। ভারতে তখন একরূপ বিপ্লবের অবস্থা । অবিরত যুদ্ধ বিগ্রহে কোন রাজ্যেই শান্তির শৃঙ্খলা ছিল না। শান্তির শৃঙ্খলার অভাব, দত্যুর উপদ্রব, রাজপুরুষের উৎপীড়ন, বিজয়ী শত্রু-সৈন্যের লুণ্ঠন ও যথেচ্ছাচার, যুদ্ধক্লিষ্ট রাজার প্রজােরক্ষার অনবসর প্রভূতি নানাকারণে সকল রাজ্যের প্রজামণ্ডলীর দুঃখের ও বিড়ম্বনার একশেষ হইত। সকল রাজ্যেই, প্রজার অবস্থার উন্নতি তো দূরের কথা, ক্রমে, হীন হইতে হীনতার হুইতেছিল -কিন্তু অহল্যার শাসনগুণে, মাতার ন্যায় প্রজাপালনে, এবং রাজ্যময় অশেষ সদনুষ্ঠানে চারিদিকের বিপ্লব, যুদ্ধকোলাহল ও বিশৃঙ্খলার মধ্যে অহল্যার রাজ্য, সুখ শান্তি ও সমৃদ্ধিতে হাসিয়া উঠিল। যে ঘোর ঝটিকার আবর্ত্ত ভারত বিধ্বস্ত করিতেছিল, তাহা যেন পুণ্যময় কোন অদ্ভুত যাদুবলে অপসারিত হইয়া, মাঝে অহল্যার শান্তিভরা দেশখানি বঁাচাইয়া রাখিয়া তবে চারিদিকে সব উলট পালট করিতে লাগিল। যেন, দারুণ ভূকম্পে কম্পিত ছিন্নবিচ্ছিন্ন পৃথিবীর মধ্যে, শিবের ত্রিশূলের উপর বারানসীর ন্যায়, অহল্যার পরিপূর্ণ পুণ্যের রাজশক্তির ত্রিশূলাগ্রে ইন্দোর অটল শান্তিতে বিরাজ করিতেছে! এইজন্য আদর্শ রাণী ও আদর্শ হিন্দুনারীরূপিণী অহল্যা তাহার অপূর্ব মহত্ত্বে দেবীরূপে ভারতময় পূজিতা হইয়াছিলেন, এখনো পূজিতা, এবং অনন্তকাল চিরপূজিতা থাকিবেন।