পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অহল্যাবাই । TTC ( R ) ব্রাথায় অহল্যা কোন সময় নষ্ট করিতেন না । দিনের কার্য্যের জন্য র্তাহার লিখিত বাধা নিয়ম ছিল ; দিনের পর দিন রাজত্বের ৩০ বৎসর কাল তিনি সেই বাধা নিয়মে চলিতেন । কখনো তার ব্যতিক্রম হইত না । রাত্রি থাকিতে উঠিয়া সন্ধ্যাবন্দনাদি করিয়া তিনি রামায়ণ মহাভারত ও পুরাণ শুনিতেন। সেই সময় অনেক ভিখারী আসিয়া জুটিত । পুরাণ শুনিয়া নিজের হাতে অহল্যা সকলকে ভিক্ষা দিতেন । তারপর ব্রাহ্মণ পণ্ডিত, ও অতিথিদিগকে নিজে সম্মুখে থাকিয়া আহার করাইয়া, পরে যৎসামান্যভাবে নিজের হবিন্য করিতেন । আহারের পর ' অল্পকাল বিশ্রাম করিয়া রাজসভায় গিয়া বসিতেন। সন্ধ্যা পর্য্যন্ত সেখানে থাকিয়া প্রজাদের আবেদন শুনিতেন, অভিযোগ ইত্যাদির বিচার করিতেন এবং অন্যান্য রাজকর্ম্ম যাহা উপস্থিত হইত, তাহা সম্পন্ন করিতেন। এই সময় অতি দীন প্রজারাও তঁহার কাছে উপস্থিত হইয়া নিজেদের অভাব-অভিযোগ জানাইতে পারিত ৷ সন্ধ্যার পূর্বে সভা ভঙ্গ হইবার পর আরো প্রায় ৩ ঘণ্টা কাল অহল্যার সন্ধ্যা-পুজায় কাটিত। তারপর আবার তিনি রাজকার্য্য আলোচনা করিতে বসিতেন । এইরূপে দিনের সাৰ। কার্য্য শেষ হইলে, রাত্রি দেড় প্রহরের পর অহল্যা শয়ন করিতে যাইতেন । অনেকে কলিয়া থাকেন, রাজারা পুজা সন্ধ্যা প্রভৃতি àR