পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংযুক্ত । G বীরত্ব প্রদর্শনে, রাজার ন্যায় রাজধর্ম্ম পালনে, কুষ্ঠিত হন, তাই সংযুক্ত কহিলেন,-“স্বামিন! দেশ রক্ষার জন্য, রাজধর্ম্ম পালনের জন্য, ক্ষত্রিয়বীর হইয়া বীরকীর্ত্তি লাভের জন্য যুদ্ধ ক্ষেত্রে যদি তোমার মৃত্যু হয়, তাহাতেও কুষ্ঠিত হইও না । যে কোন অবস্থায়, যে কোন মুহূর্ত্তে তোমার মৃত্যু হইতে পারে। যে কোন মুহূর্ত্তে এই সুন্দর, সুস্থ ও সবল দেহ, এই রাজার ঐশ্বর্য্য ভোগ বিলাস, মৃত্যুর কঠোর ও আকস্মিক আঘাতে তোমার, শেষ হইয়া যাইতে পারে । কেন তবে বীরধর্ম্ম পালনের জন্য যুদ্ধক্ষেত্রে মরিতে পরামুখ হইবে ? তোমার রাজ্য, ধন, রূপ, যৌবন প্রভৃতি পার্থিব ভোগ্য যা” কিছু আছে, সব ফুরাইবে, কিন্তু বীরকীর্ত্তি কখনো ফুরাইবে না | নশ্বর কোন পার্থিব সুখ ভোগের আশায় অমর কীত্তি হরাইও না । যাও, প্রশান্ত চিত্তে তেজস্বীহািদয়ে যুদ্ধে যাও। দেবগণের কৃপায় তোমার আসি শত্রুদেহ খণ্ড খণ্ড করুক, তোমার যুদ্ধক্ষেত্র শত্রুশোণিতে প্লাবিত হউক, তোমার দেহ হোলি-উৎসবে ফাগের মত শত্রুশোণিতে রঞ্জিত হউক। বিজয়-গৌরবে দীপ্তিমান হইয়া গৃহে ফিরিয়া শত্রুর শোণিতসিক্ত হস্তে কুলদেবতার চরণ বন্দনা কর। শত্রু বিনাশে তুষ্ট কুলদেবতা তোমাকে আশীৰ্বাদ করুন।” পত্নীর জ্বলন্ত উৎসাহ-রাক্যে উদ্দীপিত হইয়া সিংহবিক্রমে পৃথুিরাজ, সনরসিংহ সহ রণক্ষেত্রে প্রবেশ করিলেন। বীরদ্বয়ের পরাক্রম ও রণকৌশলে মহম্মদ ঘোরী পরাস্ত হইয়া পলায়ন করিলেন ।