পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

28 यां-बांबूंौ মধ্যভারত ও রাজপুতানা অঞ্চলে ভীল নামে একপ্রকার অসভ্য পার্বত্যজাতি বাস করে। ইহারা বড় দুর্দান্ত । কোন রাজা ইহাদিগকে সম্পূর্ণরূপে নিজের শাসনের অধীনে আনিতে পারেন নাই ৷ ভীলদের গ্রামের মধ্য দিয়া যে সব পথিক ও বণিক যাইত, ভীলেরা তাহাদের নিকট হইতে সামান্য একটি কর আদায় করিত, ইহাকে ভীলকড়ি বলিত । বহুকাল-অবধি পুরুষানুক্রমে এই ভীলকড়ি আদায়ের প্রথা ছিল, সুতরাং অহল্যার ইহাতে কোন আপত্তি ছিল না । কিন্তু অনেক সময় ইহাদের দস্তু্যতায় এই সব পথিক বণিক এবং গ্রামবাসী নিরীহ প্রজারা বড় উৎপীড়িত হইত। এই সব অত্যাচার অহল্যার সঙ্গিত না ৷ ভীল দাসু্যদিগকে দমন করিয়া তিনি প্রজাদের শান্তি রক্ষা করিতে কৃতসঙ্কল্প হইলেন । প্রথমে সদায় ব্যবহারে তিনি ভীলাদিগকে ভাল পথে আনিবার চেষ্টা করেন । কিন্তু তাহাতে কোন ফল হইল না । তখন অহল্যা কঠোর শাস্তি বিধানে ইহাদিগকে দমন করিতে আদেশ দিলেন। অনেক ভীল দাসু্যর প্রাণদণ্ড হইল। অনেক ভীলগ্রাম উৎসন্ন হইল। তখন ভীলেরা নরম হইয়া অহল্যার দয়া ভিক্ষা করিল। অহল্যা নিয়ম করিয়া দিলেন, ভীলেরা প্রাচীন প্রথা অনুসারে তাহাদের ভীলকড়ি আদায় করিবে, কিন্তু দ্যুতা না করিয়া কৃষি ও ব্যবসায় অবলম্বনে জীবিকা নির্বাহ করিবে এবং তাহদের গ্রামে যদি কোন পথিকের বা বণিকের ধনপ্রাণের অনিষ্ট হয়, তবে তাহারাই তাহার জন্য দায়ী হুইবে ।