পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

80 चांदी-नांदी । প্রাণ দিয়াও তাহ রক্ষা করিব। আপনার যদি তেমন ইচ্ছা! ও প্রবৃত্তি হয়, আমাকে ও আমার এই দাসীদিগকে হত্যা করিয়া সে সম্পত্তি লাইতে পারেন ।” রঘুনাথ নিরুপায় হইয়া কিছুকাল চুপ করিয়া রহিলেন। পরে, বুঝিলেন, বলে কি কৌশলে অহল্যার সঙ্গে আঁটিয়া উঠিতে পারেন, এমন সাধ্য র্তাহার নাই। অগত্যা শেষে নিজের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করিয়া, মিষ্টবাক্যে অহল্যাকে তুষ্ট করিয়া ফিরিয়া গেলেন । (8) এৰাইবার ধীরে ধীরে মহীয়সী রাণী অহল্যাবাইএর জীবনকাল ফুরাইয়া আসিল । V আদর্শ রমণী ও আদর্শ রাণী হইয়াও সাংসারিক জীবনে অহল্যা বিশেষ সুখী হইতে পারেন নাই। একটি পুত্র ও একটি কন্যা লইয়া তিনি আঠার বৎসর বয়সে বিধবা হন। পুত্র মালেরাও-এর দুশ্চরিত্রতায় এবং অকালমৃত্যুতে প্রথম জীবনে তিনি যার-পর-নাই কষ্ট পান। কন্যা মুক্তাবাই যোগ্য স্বামীর হাতে পড়িয়া সুখে স্বামীর ঘরে ছিলেন। মুক্তার একটি পুত্র ছিল। অহল্যা • দৌহিত্রকে নিজের কাছে রাখিয়া স্নেহে প্রতিপালন করেন।* LL DDDDS DDDGBBDBBDBBDDDBDB YYCL GBDDBBBB BBBSBD DLDDS কাল্পী হইতে পায়িতেন না। l