পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 च्यार्थ-ब्ौ । না। আর্ত্তনাদ করিয়া তিনিও চিতায় বাপ দিতে ছুটলেন। অতি কষ্টে দুইজন ব্রাহ্মণ তঁহাকে দুইদিকে ধরিয়া রাখিলেন। দেখিতে দেখিতে সব শেষ হইল । কন্যাকে জীবন্ত চিতার আগুনে বিসর্জন দিয়া অহল্যা শূন্যপ্রাণে ঘরে ফিরিয়া আসিলেন । তিন দিন পর্য্যন্ত আহার-নিদ্রা পরিত্যাগ করিয়া ধরা-শয্যায় রাণী পড়িয়া রহিলেন । শোক দুঃখে, রাজকার্য্যের গুরুতর পরিশ্রমে ও কঠোর ব্রত-উপবাসে ক্রমে অহল্যার শরীর ভাঙ্গিয়া পড়িল । মৃত্যু নিকট জানিয়া তিনি প্রতিদিন এক হাজার ব্রাহ্মণের ভোজনের এবং দীন দুঃখী ও অন্ধ আতুরকে বস্ত্র দানের ব্যবস্থা করিলেন। মৃত্যুর দিন বারো হাজার ব্রাহ্মণ ভোজন করাইবার আদেশ দিলেন । এইরূপ ত্রিশ বৎসর ধর্ম্মগৌরবে রাজত্ব করিয়া ষাট বৎসর বয়সে সর্বজীবসেবিকা তপস্বিনী রাণী, গৃহে ভোজনতৃপ্ত দ্বাদশ সহস্ৰ ব্রাহ্মণের এবং অন্ন বস্ত্রে তুষ্ট অসংখ্য দীন দুঃখীর আশীবৰ্বাদ মাথায় লইয়া স্বগারোহণ করিলেন ।