পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

dbb আর্য্য-নারী । নিষ্ঠুররাপে নিহত হইয়াছিলেন। নগর অধিকার করিয়াই প্রতিহিংসায় মত্ত ইংরেজ সৈন্য ঝান্সীর অনেক গৃহ পোড়াইয়া ছারখার করিল ; অনেক লোককে হত্যা করিল। ইংরেজ ঐতিহাসিক মাটিন সাহেব লিখিয়াছেন, প্রায় পাঁচহাজার ঝানসীবাসী এইরূপে নিহত হয়। স্ত্রীলোকদের সম্মানরক্ষার জন্য অনেক নগরবাসী নাকি নিজের হাতে তাহদের প্রাণ বিনাশ করেন। অনেক স্ত্রীলোক কুপের মধ্যে পড়িয়া প্রাণ বিসর্জন করেন। হত্যার সঙ্গে সঙ্গে সৈন্যগণ নগর ও দুৰ্গ লুণ্ঠন করিল। ধনীগৃহের জিনিষপত্র সব ছিন্ন ভিন্ন করিয়া চারিদিকে বিক্ষিপ্ত করিল। সেনাপতির চেষ্টায় শেষে, শূঙ্খলা আসিল। লুষ্ঠিত शया इश्ड डिनि निद्भज्ञ ७ श्रृंश्ौन अभिछे cशाक वाशब्रा शिण, তাহাদিগকে আহারাদি দিবার ব্যবস্থা করিলেন । এদিকে রাণী কাল্পীতে গিয়া তান্তিয়াটোপের সৈন্য পরিাচালনার সহযোগিনী হইলেন । নানাসাহেবের ভ্রাতা রাওসাহেবও এই সময় কাল্পীতে ছিলেন। কাল্পীর ৪০ মাইল দুরে কুঁচনামক স্থানে ইংরেজসৈন্যের সঙ্গে জাহাদের একটি যুদ্ধ হইল। যুদ্ধে পরাজিত হইয়াও অতি শৃঙ্খলার সঙ্গে সৈন্য লইয়া ইহারা পশ্চাতে ছটিয়া আসিলেন । কামীর নিকটে আর একটি যুদ্ধ হইল। স্ত্রীলোক বলিয়া রাওসাহেব রমণীর হাতে অধিক সৈন্য দিলেন না। মাত্র আড়াই kiL iBDBD uDBuBDB DBD DD DBBB S DDBD BuuHuS