পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাণী ভবানী । O সেই সাম্রাজ্যের অধীন একটি প্রদেশ হইল। বাদাসাহের শাসনকর্ত্তারা বাদাসাহের অধীনে বাঙ্গালা শাসন করিতেন । ইহাদের ‘নবাব” নাম ছিল। নবাবেরা দিল্লীর বাদ্যসাহিকে কর দিতেন, রাজ্যের আয়-ব্যয়ের হিসাব দিতেন, সাধারণ ভাবে উৰ্তাহার অনুবাত্তী হইয়া চলিতেন ; ইহা ভিন্ন আর সকল বিষয়েই তাহারা স্বাধীন রাজার ন্যায় বাঙ্গালা শাসন করিতেন। বাদাসাহের ক্ষমতা কখনো দুর্বল হইলে, তাহারা একেবারেই স্বাধীন হইতেন ; বাদাসাহের সঙ্গে কোনরূপ সম্বন্ধ রাখিতেন না। পাঠান সম্রাটগণ দুর্বল হইয়া পড়িলে, একবার বাঙ্গালার নবাবরা স্বাধীন হন। আবার পাঠান-সাম্রাজ্যের পতনের পর যখন মোগল-সাম্রাজ্য স্থাপিত হইল, তখন মোগলসম্রাট আকবর সাহ বাঙ্গালা জয় করিয়া বাঙ্গালা শাসনের জন্য নিজের নূতন শাসনকর্ত্তা নিযুক্ত করিলেন। * এই সময় হইতে মোগলরাজপ্রতিনিধিগণ বাঙ্গালা শাসন করিতেন। পরে ঔরংজেবের মৃত্যুর পর যখন মোগলসম্রাটগণ দুর্বল হইয়া পড়িলেন, মোগল সাম্রাজ্য পতনের মুখে চলিল, বাঙ্গালার নবাবগণ সুমাবার স্বাধীন হইলেন। অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে নবাব মুরসিদকুলি খ-ই একরূপ মোগল “ আমলে বাঙ্গালার প্রথম স্বাধীন নবাব ছিলেন। দিল্লীর বাদসহ নামে মুশলমান-সাম্রাজ্যের প্রভু হইলেও, বাঙ্গালার শাসনের উপর এই

  • আকবরের হিন্দু কর্ম্মচারী রাজা টোডর মল এবং স্নাজা মানসিংহ সর্বপ্রথষে

মোগলের অধীন বাঙ্গালার শাসনকর্তা ছিলেন । sy