পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RRoly আর্য্য-নারী । কিছু জল খাইয়া গৃহে সকলের আহারের পরিদর্শন করিতেন। তারপর নিজের হাতে পাক করিয়া দশ জন ব্রাহ্মণকে খাওয়াইয়া নিজে হবিষ্য করিতেন । আহারের পর আচমন করিয়াই দেওয়ানখানায় গিয়া কুশাসনে বসিতেন। সেই খানে মুখশুদ্ধি করিতে করিতে বিষয়-কার্য্য সম্বন্ধে কর্ম্মচারিগণের বক্তব্য শুনিয়া কাগজ পত্র দেখিয়া যথাযোগ্য আদেশ লিখাইয়া দিতেন। এই কার্য্য হইতে অবসর হইবামাত্র আবার আসিয়া পুরাণ শুনিতে বসিতেন। ২/৩। দণ্ড বেলা থাকিতে আবার কর্ম্মচারীরা আদেশ মত কাগজ-পত্র লিখিয়া লইয়া আসিত । তিনি দেখিয়া বা শুনিয়া তাহাতে স্বাক্ষর করিতেন । সন্ধ্যার সময় আবার গঙ্গাতীরে গিয়া সন্ধ্যা আহ্নিক করিয়া গঙ্গাতে ঘুতি-প্রদীপ দিতেন। সন্ধ্যার পর ঘরে ফিরিয়া রাত্রি চারিদণ্ড পর্যন্ত জপ করিতেন। জপের পর কিছু জল খাইয়া আবার দেওয়ানখানায় বসিয়া বিষয়কর্ম্ম সম্বন্ধে আলোচনা করিয়া প্রজাদের প্রার্থনা শুনিয়া বিচার করিতেন। তারপর ২৩ দণ্ডকাল, লোকজন যাহারা আসিত তাহাদের সঙ্গে সাক্ষাৎ ও নানা বিষয়ের আলাপ করিতেন। এইরূপে দিনের সব কার্য্য শেষ হইলে, ঘুরিয়া ফিরিয়া গৃহে লোকজন সব কোথায় কি ভাবে আছে, কাহারো কোন অভাব বা অসুবিধা আছে কি না। ইত্যাদি অনুসন্ধান করিয়া যাহার যেরূপ প্রয়োজন সেইরূপ ব্যবস্থাদি করিয়া নিজে শয়ন করিতেন। বিস্তীর্ণ জমিদারী হইতে র্তাহার বহু লক্ষ টাকা আয় হইত।