পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V)O O अर्थ1-बांदी । রোগীর পথ্য সামগ্রী লইয়া ইহাদের সঙ্গে যাইত। প্রত্যেকের সঙ্গে দুইজন করিয়া চাকর থাকিত, তাহারা অনাথ ও নিরাশ্রয় রোগীদিগকে ঔষধ পথ্যাদি প্রস্তুত করিয়া খাওয়াইত। তখন দেশে স্থায়ী দাতব্য-চিকিৎসালয় ছিল না । কিন্তু, রাণী ভবানীর অপূর্ব ব্যবস্থায় যেন আটটি নিত্য ভ্রমণশীল দাতব্য চিকিৎসালয় তাহার জমিদারীর মধ্যে ঘুরিত । ইহা ছাড়া তিনি নাটোর নগরে, রাজসাহীতে এবং অন্যান্য অনেক স্থানে বহু দেবালয়, জলাশয় প্রভৃতি প্রতিষ্ঠা করেন। দেবালয়গুলির মধ্যে নাটোরের নিকটবর্ত্তী করতোয়ার তীরে পীঠস্থান ভবানীপুরের অপর্ণার মন্দিরই বিশেষ প্রসিদ্ধ। এই মন্দিরপ্রতিষ্ঠা সম্বন্ধে বড় সুন্দর একটি গল্প আছে। এক দেশে মিলিয়া মিশিয়া থাকিতে থাকিতে হিন্দু ও মুশলমানের মধ্যে ধর্ম্মগত বৈষম্য ও বিরোধের ভাবও অনেক কমিয়া আসিয়াছিল। হিন্দুরাও মুশলমানের পীর-দরগায় সিলি দিতেন ; মুশলমানরাও হিন্দুর দেবালয়ে অনেক মানত করিভেন। ভবানীপুরের পীঠস্থানে মানত করিয়া কোন ধনী মুশলমান দিল্লীর দরবারে এক মোকদ্দমায় জিতিয়াছিলেন। কৃতজ্ঞ হৃদয়ে এই মুশলমান, দেবীকে একটি অতি সুন্দর মন্দির নির্ম্মাণ করিয়া দেন। কিন্তু এই মন্দিরের বাহিরের সৌন্দর্য্য এত বেসি ছিল যে, লোকে মুগ্ধ হইয়া তাহাই বেসি সময় দেখিত ; ভিতরে * দেবী-দর্শনে বিশেষ আগ্রহ দেখাইত না । কথিত আছে, রাণী ভবানী একদিন স্বপ্নে দেখিলেন, দেবী আসিয়া কহিতেছেন