পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रांची खदानी । VSD o D LLSLSLLTTL LALTLLLLLLL LLL eeLSLTLLLLLTAAS জপ তপ অপেক্ষা, লোকহিতে, তোমার দানধর্ম্মে, তঁাহার বেশী তুষ্টি হইবে। দান ধর্ম্মের জন্যই তিনি তোমাকে এই সম্পদ দিয়াছেন; তঁাহার ইচ্ছা অবহেলা করিয়া ভঁাহাকে রুষ্ট করিলে তোমার ইহকাল পরকাল কিছুরই মঙ্গল হইবে না।” রামকৃষ্ণ মাতার কথা কাণে তুলিলেন না। মন্দিরে থাকিয়া তিনি সাধনা-ই করিতে লাগিলেন। ভোলানাথ নামে এক ব্যক্তি র্তাহার সাধনার উত্তরসাধক ছিলেন ( শক্তি-সাধনায় যে ব্যক্তি সাধকের সহায় বা সহযোগী থাকেন, তঁাহাকে উত্তরসাধক বলে ) । উভয়ে অনেক বিভীষিকা দেখিতেন এবং এই ভীম গম্ভীর বাণী শুনিতেন,-“গৃহে যাও, তোমার মা’র সেবা কর, মা’র কথামত চল, তাহাতেই আমি তুষ্ট হইব । তোমার মা ও আমি এক!” কিন্তু রামকৃষ্ণ ও ভোলানাথ ভীত হইলেন না, চঞ্চল হইলেন না, সাধনা ত্যাগ করিলেন না । শেষে তঁাহারা এক দিন • দেখিলেন, যেন রাণী ভবানী ভীম তেজস্বিনী উগ্রচণ্ডা মূর্ত্তিতে খড়গ হাতে তঁহাদের দিকে ধাইয়া আসিতেছেন। উত্তরসাধক ভোলানীৗথ ভীত হইয়া আসন ত্যাগ কুরিলেন। অদৃশ্য অলৌকিক কোন শক্তি রামকৃষ্ণকে তুলিয়া বেগে অনেক দূরে কোথায় ফেলিয়া দিল। ভগ্নদেহে অৰ্দ্ধমৃত অবস্থায় রামকৃষ্ণ সেই স্থানে পড়িয়া রহিলেন। মন্দিরের লোক-জন অতি কষ্টে অনেক অনুসন্ধানে তঁহাকে