পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৩৯

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Vo ख्यांर्थ-नौ ( ७ ) অনেক বৎসর চলিয়া গেল। পদ্মিনীর চাতুরীতে তিনি যেরূপ শিক্ষা পাইয়াছেন সে কথা আলাউদ্দিন ভুলিতে পারিলেন না। পদ্মিনী, ভীমসিংহ এবং চিতোরের রাজপুতগণের বিরুদ্ধে তিনি মনে প্রবল প্রতিহিংসা পোষণ করিতে লাগিলেন। পরে অবসর মত বহুসৈন্য লইয়া তিনি আবার চিতোর আক্রমণ করিলেন । চিতোরবাসী স্বদেশের স্বাধীনতা রক্ষার জন্য এবারও প্রাণপণে যুদ্ধ করিতে লাগিলেন। কিন্তু ভারতসম্রাটের প্রবল শক্তির বিরুদ্ধে ক্ষুদ্র মিবার কত দিন এইরূপ যুঝিতে পরিবে ? মিবারবাসীরা বুঝিলেন, অধিক দিন আর পাঠানের গতিরোধ করিয়া রাখিতে পরিবেন না । কিন্তু প্রাণ থাকিতে অন্যের অধীনতা স্বীকার রাজপুতের পক্ষে অসম্ভব। তাই রাজপুত বীরগণ জাতীয় গৌরব রক্ষার জন্য সমরক্ষেত্রে দেহ বিসর্জনের জন্য প্রস্তুত হইলেন। একদিন রাণা লক্ষণসিংহ গভীর রাত্রিতে চিতোরের এই অন্তিমদ্দশা সম্বন্ধে এক চিন্তা করিতেছেন ; এমন সময় গভীরস্বরে ‘মৈভুখা হু”, এই শব্দ শ্রুত হইল। রাণা চমকিত হইয়া চাহিয়া দেখিলেন, চিতোরের অধিষ্ঠাত্রী চতুভূজা দেবী, ভীম মূর্ত্তিতে র্তাহার সম্মুখে দাড়াইয়া। রাণা দেবীকে প্রণাম করিয়া কহিলেন,-“মা, বহুবৎসর ধরিয়া সহস্ৰ সহস্র রাজপুত বীর