পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भ्रानौि । WS রণক্ষেত্রে প্রাণ বিসর্জন করিতেছেন। ইহাদের এত শোণিতেও কি তোমার তৃপ্তি হইল না মা ?” দেবী কহিলেন,-“না, আমি রাজ-শোণিত চাই । তোমার দ্বাদশ পুত্র একে একে রাজ্যে অভিষিক্ত হইয়া সমরক্ষেত্রে প্রাণ বিসর্জন করিয়া তাদের উত্তপ্ত শোণিতে আমার তপণ করিবে । নহিলে আমার তৃপ্তি হইবে না। চিতোরও রক্ষা পাইবে না ।” 暴 দেবীর অন্তধান হইল। পরদিন রাজপুত্র, মন্ত্রী ও সর্দারগণকে লক্ষণসিংহ এই অলৌকিক ঘটনার কথা জানাইলেন, আবার দেবীর আবির্ভাব ও আদেশের প্রতীক্ষায় সকলে ভক্তিপূর্ণচিত্তে দেবীর ধ্যানে লক্ষণসিংহের গৃহে রাত্রি যাপন করিতে লাগিলেন । দেবী আবার আবিভূতি হইয় তাহার আদেশ সকলকে জানাইলেন। দেশ রক্ষার জন্য দেশের অধিষ্ঠাত্রী চতুভুজ দেবী স্বয়ং তঁহাদের শোণিত চাহিতেছেন, রাজপুতবীর—বিশেষ চিতোরের রাণাবংশীয় রাজপুত্র ইহা অপেক্ষা সৌভাগ্য। আর কিছু মনে করিতে পারেন না । আনন্দে ও উৎসাহে রাজপুত্রগণ উন্মত্ত হইয়া উঠিলেন । একে একে এগার জন রাজপুত্র রাজ্যে অভিষিক্ত হইয়া সসৈন্যে যুদ্ধক্ষেত্রে প্রাণবিসর্জন করিলেন। “ রাণার দ্বাদশ পুত্রের মধ্যে একমাত্র অজয়সিংহ জীবিত । অজয়সিংহের মৃত্যুতে রাণাবংশ নির্ম্মল হইবে। তাই লক্ষণ