পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

名8 उव-बई । হামির কহিলেন,-“অবশ্য দিব। তোমার মত যোগ্য সঙ্গিনী যখন পাইয়াছি, আমি নিশ্চিত চিতোর উদ্ধার করিতে अब्रिद ।”

  • দেৱকন্যা কহিলেন,-“জাল নামে আমার পিতার অতি চতুর এ কর্ম্মঠ এক কর্ম্মচারী আছে। রােজ্যরক্ষায় ও রাজ্যশাসনে সে-ই আমার পিতার প্রধান সহায় । আপনি বিবাহের যৌতুক স্বরূপ পিতার নিকট হইতে তাহাকে চাহিয়া লাইবেন । আমার স্থির বিশ্বাস, জালের সহায়তায় আপনি চিতোর উদ্ধারে সমর্থ হইবেন।”

পরদিন, পত্নীর পরামর্শ অনুসারে হামির শ্বশুরের নিকট বিবাহের যৌতুক স্বরূপ জালকে চাহিলেন। মালদেব জামাতার এ প্রার্থনা অগ্রাহা করিতে পারিলেন না । বিবাহের কয়েকদিন পর, হামির, পত্নী ও জালকে লইয়া কৈলবারা প্রদেশে গমন করিলেন । (७) নিবন্sছুদিন পরে হামিরের এক “পুত্র হইল। এই পুত্রের জন্মোৎসব উপলক্ষ্যে কৈলবারা শু, তাহার নিকটবর্ত্তা সমস্ত পার্বত্য প্রদেশ মালদেব যৌতুক স্বরূপ দৌহিত্রকে দান कgिढन् । চিতোরে ক্ষেত্রপাল নামে কোন দেবতা প্রতিষ্ঠিত ছিলেন। পুত্রের কল্যাণের জন্য ক্ষেত্রপালদেবের নিকট আরাধনা করিতে