পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ड>-वडट न्= =वi8 1 রায়ুমলের মৃত্যুর পর তঁহার জ্যেষ্ঠপুত্র সংগ্রামসিংহ *Y' চিতোরে রাণা হইলেন। সংগ্রামসিংহের রাজত্বকালে দিল্লীর পাঠান সাম্রাজ্য ধ্বংস হয় এবং বাবর তাহার স্থানে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। সংগ্রামসিংহ বিশেষ পরাক্রান্ত বীর ছিলেন। গুজরাট হইতে যমুনা পর্যন্ত সমস্ত দেশে তিনি তঁাহার অধিকার বিস্তার করেন। পাঠান সাম্রাজ্য ধ্বংসের পর, তাহার, মনে হইল, আবার উত্তর ভারতে হিন্দু রাজ্য প্রতিষ্ঠার এই উপযুক্ত অবসর উপস্থিত। পাঠানবিজয়ী মোগলবীর বাবরের প্রতিদ্বন্দ্বী হইয়া তিনি সমরক্ষেত্রে অবতীর্ণ হইলেন। তিনি প্রতিজ্ঞা করিলেন, উত্তর ভারতে হিন্দুরাজ্য প্রতিষ্ঠা না করিয়া তিনি আর কখনো মিবারে পদাৰ্পণ করিবেন না । ভারতের সাম্রাজ্য লইয়া মোগল ও রাজপুতে ভীষণ সংঘর্ষ উপস্থিত হইল। আগ্রা হইতে দশ ক্রোশ দূরে, ফতেপুর শিক্রি নামক একটি স্থানে, দুইটি ভীষণ যুদ্ধ হইল। প্রথম যুদ্ধে বাবর পরাস্ত হইলেন। কিন্তু দ্বিতীয় যুদ্ধে সংগ্রামসিংহের বিপুল সৈন্য একেবারে ধ্বংস হইল। হিন্দুর গৌরব দেশহিতৈষী রাজপুতবীর আর মিবারে ফিরিলেন না। পরাজয়ের অল্প পরেই ভগ্নহৃদয়ে তিনি প্রাণত্যাগ করিলেন ।