পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|- প্রথম ভাগ সম্বন্ধে কয়েকটি অভিমত । স্বস্যর শ্রীযুক্ত গুরুদাস বন্দ্যোপাধ্যায় কে, টি“আর্য্যনারী” আবালবৃদ্ধবনিতা সকলেরই সম্যক আদরের বস্তু।” শ্রীযুক্ত অক্ষয়চন্দ্র সরকার-“আর্য্যনারী” বড় সুন্দর।” শ্রীযুক্ত জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুর-“অতি মহৎ কার্য্য সুন্দর সফল হইয়াছে।” শ্রীযুক্ত ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বি, এল-“গ্রন্থ সুপাঠ্য, লোকহিতকর ।” শ্রীযুক্ত দেবেন্দ্রবিজয় বহু এম, এ, বি, এল“পুস্তক বাঙ্গালায় অমর হইবে । বাঙ্গালীর ঘরে ঘরে পঠিত হইবে।” শ্রীযুক্ত মানকুমারী দাসী—“আর্য্যনারী, জাতীয় সাহিত্যে উজ্জ্বল রত্ন ।” ভারতী-“জাতীয় অমূল্য গ্রন্থাবলী—জাতীয় উন্নতির সহায় ; - সুললিত,-হৃদয়গ্রাহী ।” প্রবাসী-“আর্য্যনারী’ কন্যা ভগিনী দিগকে উপহার দিবার উপযুক্ত অতি উপাদেয় স্ত্রীপাঠ্য পুস্তক ।” বসুমতী-“প্রত্যেক গৃহলক্ষ্মীরই এই পুস্তক খানি পাঠ করা উচিত, । ইহার ভাষাও অতি প্রাঞ্জল ।” ঢাকা প্রকাশ-“এই পুস্তকের সকলই সুন্দর। ললনাগণ এরূপ : গ্রন্থে অনোনিবেশ করিলে সংসার আবার সুখের আগারে পরিণত হইবে।” শিক্ষা-সমাচার-“দেশের মহান অভাব দুর করিতে সমর্থ { হইয়াছে। এ গ্রন্থ সর্বাংশেই অতুলনীয় ” বৃহদক্ষরে পরিবৰ্দ্ধিত নুতন সংস্করণ।

  • ब्राचेत्र —পােচ লিঙ্কা’জাজ । గొడ్డ ‹ህ ....መጫማመa >❖ኀ≤፡