পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Úbb আর্য-নারী । বনবীর চলিয়া গেলে, শোণিতাক্ত মৃত পুত্রের দেহ কোলে করিয়া পান্না দ্রুতপদে অন্ধকার রাত্রিতে বীরা নদীর তীরে আসিলেন । নদীর তীরে বারি নিদ্রিত উদয়কে লইয়া অপেক্ষা করিতেছিল। বারির সাহায্যে কোনও মতে পুত্রের অগ্নিসৎকার করিয়া, উদয়কে লইয়া পান্না চিতোরের দূরে কোন জনপদে চলিয়া গেলেন । . মিবারের প্রান্তভাগে পার্বত্য প্রদেশে আশা শা নামক কোন সর্দারের গৃহে উদয় আশ্রয় পাইলেন। নরপিশাচ বনবীরের অত্যাচারে চিতোরের সর্দারগণ ক্রমে যখন বড় বিব্রত হইয়া উঠিলেন, তখন উদয়ের সন্ধান পাইয়া র্তাহারা বনবীরকে রাজ্যচু্যত করিয়া উদয়কে রাজসিংহাসনে অ্যানিয়া বসন । পান্না তখনো জীবিত ছিলেন ।